ঢাকাবুধবার , ৮ মে ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

পঞ্চগড়ে ১৮ জুয়াড়ি আটক

প্রতিবেদক
রংপুর ব্যুরো
৮ এপ্রিল ২০২১, ১২:১০ অপরাহ্ণ

Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলায় জুয়া খেলার অপরাধে ১৮ জনকে আটক করেছে থানা পুলিশ। এসময় কয়েকটি মোবাইল ফোনসহ জুয়া খেলার বেশ কিছু উপকরণ জব্দ করা হয়।

বুধবার (৭ এপ্রিল) দিনগত রাত ১১ টার সময় পঞ্চগড়ের বোদা উপজেলার সাঁকোয়া বাজার সংলগ্ন সায়েদ আলীর বাড়ি থেকে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সবুজ ইসলাম (২৫), আমিনুর ইসলাম (২৬), সেলিম (২৩), কাজল আলী (৩৬), রহিম (৩১), জাহিদ ইসলাম (২৫), বাবলু (৪০), রমজান আলী (২৫), রওশন আলী (২৫), বোজনন্দ (৩৫), আকতারুল ইসলাম (২৫), মামুন ইসলাম (২০), জাহেরুল ইসলাম (৩০), সুজন ইসলাম (২৫), শরিফুল ইসলাম (৩০), রফিক (৩৫), হৃদয় ইসলাম (২৪) ও ফারুক হোসেন (৩৮)।

পুলিশ জানান, গোপণ সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৭১ ধারায় মামলার দায়ের করে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, করোনাকালীন এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে গণ জমায়েত হয়ে তারা জুয়া খেলছিলো। এ অপরাধে তাদের বিরুদ্ধে ২৭১ ধারায় মামলার প্রস্তুতি চলছে।

তিনি বলেন, এ ধারায় বলা হয়েছে- যেসব স্থানে সংক্রামক ব্যাধির প্রকোপ দেখা দিয়েছে, সে সব স্থানের সাথে অন্যান্য স্থানের যোগাযোগ সম্পর্কে, সরকার দ্বারা প্রণীত ও জারীকৃত কোন বিধি বা নিয়ম কোন ব্যক্তি যদি জ্ঞাতসারে অমান্য করে, তবে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত যেকোন মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে, অথবা অর্থ দণ্ডে, অথবা উভয়বিধ দণ্ডেই দণ্ডিত হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি।

79 Views

আরও পড়ুন

গাইবান্ধার ফুলছড়িতে ভোট বর্জন করলেন চেয়ারম্যান প্রার্থী জিএম সেলিম

শেরপুরে দুই উপজেলার নির্বাচন কাল

পেকুয়ায় কালবৈশাখী ঝড়ে উড়ে গেল দোকান ও বসতঘর

রাঙ্গাবালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কমিটি গঠন

রাজশাহী হাসপাতালে লিফট বসানোয় জালিয়াতি ধরা।

মহানগরীর মিজানের মোড় হতে জাহাজ ঘাট পর্যন্ত সড়কে আলোকায়নের উদ্বোধন করলেন রাসিক মেয়র।

নগরীতে অপহরণকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

বগুড়া স্টেশনে যাত্রীর পেটে চাকু ধরে ছিনতাই কালে চার ছিনতাইকারি গ্রেফতার

আদমদীঘিতে স্বামী শ্বশুর ও ভাসুরের নির্যাতনে গৃহবধু এখন হাসপাতালে

ফিলিস্তিনিদের জন্য রাজপথে নামলো কক্সবাজার জেলা ছাত্রলীগ।

লোহাগাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব‌ সম্পন্ন

নাগরপুরে শিক্ষক নেতৃত্বে সর্বোচ্চ ৫৬৮ ভোট পেয়ে নির্বাচিত ছানোয়ার