ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

রংপুর-০৩ উপনির্বাচন: এখনো অস্ত্র জমার নির্দেশনা নেই!

প্রতিবেদক
নিউজ ভিশন
২৩ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৬ অপরাহ্ণ

Link Copied!


রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনের আর দুই সপ্তাহ বাকি থাকলেও নির্বাচন কমিশন থেকে বৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশনা এখনো পায়নি জেলা প্রশাসক ও স্থানীয় নির্বাচন অফিস।

প্রার্থীরা নির্বাচনের আগে সকল বৈধ অস্ত্র জমা দেয়ার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন।

উপনির্বাচনে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এ কারণে বৈধ অস্ত্রধারীদের গোয়েন্দা নজরদারিতে রাখা প্রয়োজন মনে করছেন সচেতন মহল। সেই সঙ্গ অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরুর দাবি জানিয়েছেন।

রংপুরে লাইসেন্সধারী শতাধিক বৈধ অস্ত্র রয়েছে। একাদশ সংসদ নির্বাচনে বৈধ অস্ত্র জমাদানের নির্দেশনা দেয়া থেকে বিরত ছিল নির্বাচন কমিশন। তবে নির্বাচনের সাত দিন আগে সব বৈধ অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ ছিল।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য আসনে আগামী ৫ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

বৈধ অস্ত্র জমা নেয়া প্রসঙ্গে রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান জানান, এ বিষযে নির্বাচন অফিস থেকে চিঠি পাননি তারা। চিঠি পেলে বৈধ অস্ত্র জমা দেয়ার নির্দেশ দেয়া হবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আলতাফ হোসেন বলেন, ঘোষণা দিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে নামা ঠিক না। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যা যা করণীয়, তাই করবে। আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান চলমান রয়েছে।

বিএনপির প্রার্থী রিটা রহমান বৈধ অস্ত্র জমা নেয়ার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে বলেন, ‘‘প্রচারে আমাকে যেভাবে বাধা দেয়া হচ্ছে, তাতে নির্বাচনে গোলযোগের আশঙ্কা করছি। আমি এ বিষয়ে দুই-একদিনের মধ্যে লিখিতভাবে নির্বাচন অফিসে জানাব।

344 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা