মোঃ রেজাউল করিম সবুজ।
মুন্সীগঞ্জ থেকে খুলনাগামী বিআরটিসি’র একটি বাস দুর্ঘটনায় ১ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় শ্যামনগরের মুন্সিগঞ্জের ফুলতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বাবুল শেখ (৫৫)। তিনি শ্যামনগরের মৃত রহমান শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিআরটিসির একটি বাস ফুলতলায় পৌছালে বাসটির সামনের একটি চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
উক্ত সংঘর্ষে মটরসাইকেল চালক বাবুল শেখ গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত অন্যান্যদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।