সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস নামক ট্রেনে কাটা পড়ে হাসান নামের এক লোকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে চুনতি হাফেজিয়া মাদ্রাসার উত্তরে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাসান চুনতি ইউনিয়নের পশ্চিম চুনতি হাদুর পাড়া এলাকার সৈয়দ আহমেদের পুত্র।
এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনিরুল মাবুদ রয়েল জানান, রাত আনুমানিক সাড়ে দশটার দিকে চুনতি হাফেজিয়া মাদ্রাসার উত্তর পাশে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের উপর স্থানীয় লোকজন হাসানের মৃতদেহ দেখতে পান । ট্রেনের কাটায় হাসানের দেহের বিভিন্ন অংশ চারদিকে ছিটিয়ে ছড়িয়ে পড়ে রয়েছে।
রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামের অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হাসানের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
লোহাগাড়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার মোঃ লোকমান জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনে রাতে চুনতি এলাকায় কাটা পড়ে এক লোকের মৃত্যু হয়েছে বলে শুনেছি। খবরাখবর নেওয়া হচ্ছে।