জৈন্তাপুর প্রতিনিধি :
উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্ভাদিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রর্দশনী জৈন্তাপুর উপজেলায় অনুষ্ঠিত।
গতকাল ১১ই নবেম্বর মঙ্গলবার সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য সারমিন
সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভূইয়া।
উপজেলা নির্বাহী অফিসার মৌরিন করিম এর সভাপত্তিতে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুলাইমান হোসেন’র সঞ্চালনায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে জৈন্তাপুর উপজেলা প্রশাসন এর সার্বিক সহযোগিতায় বিজ্ঞান বিষয়ে উদ্ভাদিত বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় নিয়ে সেমিনারে অংশগ্রহন কারীদের মধ্যে প্রণিত গাইডলাইন উপস্থাপন করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক
কর্মকর্তা ড. মো: আহসান হাবিব, ড. মাহবুবুর রহমান, মোসারফ হোসেন, মো: আসাদুল্লাহ আসাদ, মো: মাহফুজুল হাসান, ড. সুলতানা আঞ্জুমানা আরা
খানম। এছাড়া আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি উপাধক্ষ শাহেদ আহমদ, জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা জোটন চন্দ্র সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন।