ঢাকাবৃহস্পতিবার , ২৪ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবীর মায়ের জানাজায় মুসল্লিদের ঢল

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ১১:২৯ অপরাহ্ণ

Link Copied!

শামসুল হুদা লিটন:

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সালাহউদ্দিন আইউবীর মমতাময়ী মা আছমা আখতারের (৬৭) জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

২৩ এপ্রিল বুধবার বাদ আছর কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার ভোর রাত সাড়ে ৪টায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।

মরহুমা মৃত্যুকালে স্বামী, ৫ পুত্র, ৪ কন্যা ও অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন একজন ধর্ম পরায়ন, মহীয়সী নারী। ছিলেন আদর্শবান রত্নগর্ভা মা—যাঁর স্নেহ, দোয়া ও প্রেরণায় বেড়ে উঠেছেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও মেধাবী নেতৃত্বের প্রতীক সালাউদ্দিন আইয়ুবী। তাঁর মৃত্যুতে এলাকাবাসী ও ইসলামী আন্দোলনের অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জানাজা নামাজে শরীক হতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মোঃ মজিবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোঃ জামাল উদ্দিন, গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির খায়রুল হাসান, মহানগর সেক্রেটারি আ স ম ফারুক, মহানগর জামায়াতের নায়েবে আমির মোঃ হোসেন আলী, জেলা নায়েবে আমির আব্দুল হাকিম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ সফিউদ্দিন, কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর মহানগর সভাপতি রেজাউল ইসলাম, মহানগর সেক্রেটারি জাকির হোসেন, গাজীপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত, জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি ইসমাইল পাঠান, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা প্রমুখ।

মরহুমার জানাজা নামাজে ইমামতি করেন তাঁর স্বামী মাওলানা মোহাম্মদ ইমাম উদ্দিন। এর আগে উপস্থিত মুসল্লিদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ ও দোয়া প্রার্থনা করেন তাঁর জৈষ্ঠ্য পুত্র মহিউদ্দিন কাজী ও মেজো ছেলে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সালাহউদ্দিন আইউবী ।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন।

38 Views

আরও পড়ুন

হঠাৎ দেশের আলোচিত গর্জনিয়া বাজার পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক সালাহউদ্দিন।

পুলিশ সুপার কক্সবাজারের সাথে জামায়াত নেতৃবৃন্দের সাক্ষাত

কাপাসিয়ায় সাংবাদিক ফোরামের কমিটি গঠিত

বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে বাঁশখালী সংস্কার আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত

অপহৃতের ছয়দিন পর সিলেটের নিখোঁজ সেই ছয় রাজমিস্ত্রীকে টেকনাফের পাহাড় থেকে উদ্ধার

আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

রক্ত পরিসঞ্চালন খরচ সকল হাসপাতালে ১ হাজার টাকা নির্ধারণের দাবি মানব কল্যাণ ফাউন্ডেশনের

জাতীয় দৈনিক ডেসটিনির সিলেট জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া

সিজিপিএ ৩.৯৭ পেয়ে মাস্টার্সে প্রথম হলেন ঢাবি শিবির সেক্রেটারি

সাতদিন ধরে কক্সবাজারে রাজমিস্ত্রীর কাজে গিয়ে সিলেটের ৬ শ্রমিক নিখোঁজ

সুনামগঞ্জে সালিশ বৈঠকে নিষ্পত্তি হলো বানীপুর গ্রামের দু’পক্ষের দ্বন্দ্ব

সুনামগঞ্জে শালিস বৈঠকে দু’পক্ষের দ্বন্দ্বের সমাপ্তি