ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

আওয়ামী লীগের সাথে আতাত কারি কেউ বিএনপিতে ঢুকতে পারবে না-হযরত আলী।

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৭ নভেম্বর ২০২৪, ৬:৪৯ অপরাহ্ণ

Link Copied!

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ

আওয়ামী লীগের সাথে আতাত কারি কেউ বিএনপিতে ঢুকতে পারবে না বলে জানিয়েছেন শেরপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী।

তিনি আজ ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শেরপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এক বিরাট গণ মিছিল শেষে এক সমাবেশে এ কথা জানান। দীর্ঘ ১৬ বছর পর মহান এ দিবসটি স্বাধীনভাবে পালন করার সুযোগ পেয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর শেরপুর জেলা শহরের মাধবপুরস্থ বাসার সামনে সমবেত হয়। সেখান থেকে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী, সদস্য সচিব আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম ও কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরীর নেতৃত্বে বিশাল শোভাযাত্রা নিয়ে শেরপুর শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এখানে অনুষ্ঠিত সমাবেশে আলহাজ্ব মোঃ হযরত আলী বলেন, ১৯৭৫ সালের এই দিনে আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় বাংলাদেশের স্বাধীনতা। ঠিক ২০২৪ সালেও ওই ফ্যাসিবাদি আওয়ামী লীগের এবং শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে ছাত্রজনতা। তিনি বলেন, দেশ স্বৈরশাসক মুক্ত হয়েছে। কিন্তু তাদের দোষররা এখনও রয়ে গেছে। তারা আবারও নানা ষড়যন্ত্র শুরু করেছে। তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আওয়ামীলীগের সাথে আতাতকারী কেউ বিএনপিতে ঢুকতে পারবে না। আমি অনুরোধ করবো দলে আর কোন ভেদাভেদ নাই। সব ভুলে এক হয়ে দলটাকে সুন্দর করি। একসাথে কাজ করি। দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতটাকে শক্তিশালী করি। বিএনপিকে অনেকে অনুপ্রেবেশ করতে চাচ্ছে। তাদেরকে চিহ্নিত করতে হবে। তিনি আরও বলেন, এখনো অনেক কিছু বাকি আছে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা। মানুষের গনতান্ত্রিক অধিকার তাদের হাতে ফিরিয়ে দেয়া। দেশে একটি সুন্দর নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে রাজপথে থাকতে হবে। কারণ এখনো বিএনপিকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। তবে কোন ষড়যন্ত্রই সফল হবে না। আমরা দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে আছি এবং থাকবো।
এসময় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আওয়াল চৌধুরী ও সদস্য সচিব আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য ফাহিম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ দলের নেতারা।

92 Views

আরও পড়ুন

সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দরগাপাশায় যুবদলের আলোচনা ও কর্মীসভা

মামলার বাদীকে হুমকি ও গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উদযাপনে প্রস্তুতি সভা

শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ নির্মাণে কৃষকদের নিয়ে গণশুনানি 

শান্তিগঞ্জে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে ইউএনও

কমলগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত  

কলাউজান যুবশক্তি’র ৩৬ তম বর্ষপূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত

বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির কমিটি ঘোষণা

কাপাসিয়া হাফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও ভুলেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রধান বন সংরক্ষকের সাথে  বিবিসিএফ কক্সবাজারের কমিটির সাক্ষাৎ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো ব্যবসায়ী নূর-অলম

কাপাসিয়ায় জামায়াতের রানীগঞ্জ বাজার ইউনিটের অফিস উদ্বোধন