ডি এইচ মনসুর, আনোয়ারা :
বাজেটকে স্বাগত জানাতে গিয়ে আনন্দ মিছিলে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম এ মন্নান চৌধুরীর উপর প্রতিপক্ষের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গতকাল রবিবার (৯ জুন) বিকেলে বটতলী রুস্তমহাট বাজারে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, আব্দুল মালেক, জুঁইদন্ডী ইউপি চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ ইদ্রিচ, বটতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ, জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, বাজেটকে স্বাগত জানিয়ে আমরা আনন্দ মিছিল ঘোষণার পর তারা একই স্থানে কর্মসূচি ঘোষণা দেন। পরিকল্পিত ভাবে আমাদের উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহ নেতাকর্মীদের উপর হামলা চালাতে তারা এ কর্মসূচি দেন। এরমধ্য দিয়ে তারা শান্ত আনোয়ারাকে অশান্ত করার পায়তারা করতেছে। আজকের সমাবেশে সভাপতি সহ সকল নেতাকর্মীর উপর পরিকল্পিত হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও দৃষ্টান্ত শাস্তির দাবি জানাচ্ছি
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০