ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারী ২০২৬
  1. সর্বশেষ

ভর্তি পরীক্ষার্থীদের রাতের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে ফ্রি বাস সার্ভিস চালু করেছে কুবি শিবির।

প্রতিবেদক
News Desk
২৭ জানুয়ারি ২০২৬, ৩:৩৮ অপরাহ্ণ

Link Copied!

কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীদের রাতের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে ফ্রি বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। ‘আর রিহলাহ’ নামে এই ফ্রি বাস সার্ভিসটি চালু থাকবে ভর্তি পরীক্ষার সময়।

সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসাইন আবির।

তিনি জানান, আগামী ৩০ ও ৩১ জানুয়ারি রাত ১১টায় পদুয়ার বাজার বিশ্বরোড থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি ক্যাম্পাস পর্যন্ত একটি বাস চলবে। এছাড়া রাত ১২টা ১৫ মিনিটে রেলস্টেশন থেকে শাসনগাছা–আলেখার চর–কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস, রাত ১টায় রেলস্টেশন থেকে কান্দিরপাড়–টমছম ব্রিজ–পদুয়ার বাজার বিশ্বরোড–কোটবাড়ি বিশ্বরোড হয়ে ক্যাম্পাস এবং রাত ৩টায় রেলস্টেশন থেকে কোটবাড়ি বিশ্বরোড হয়ে সরাসরি ক্যাম্পাস পর্যন্ত আরও কয়েকটি বাস চলাচল করবে।

এ বিষয়ে মোজাম্মেল হোসাইন আবির বলেন, ‘দূরবর্তী জেলার অনেক শিক্ষার্থী ট্রেনে করে গভীর রাতে কুমিল্লায় পৌঁছান। সে সময় নিরাপদভাবে ক্যাম্পাসে পৌঁছানো নিয়ে তারা ভোগান্তিতে পড়েন। এই ভোগান্তি লাঘব এবং শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতেই আমরা শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে দুই দিনব্যাপী ‘আর রিহলাহ’ ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা প্রদান করাই আমাদের নৈতিক দায়িত্ব।’

তিনি আরও জানান, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে প্রতিটি ভর্তি পরীক্ষার কেন্দ্রের প্রধান ফটকের সামনে তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন করা হবে। পাশাপাশি অভিভাবকদের বসা ও বিশ্রামের ব্যবস্থাও থাকবে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি এবং ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে

আরও পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

অনলাইন জুয়া: একবিংশ শতাব্দীর নীরব আসক্তি- আল আমিন 

‎শান্তিগঞ্জে অরক্ষিত হাওর জামখলা, ‎ফসল রক্ষায় শঙ্কিত কৃষকেরা

‎কুবিতে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের সংবর্ধনা

দেশের উন্নয়ন ও অগ্রগতির বিকল্প নাম বিএনপি

জামায়াতে যোগ দিলেন যুবদল নেতা হোছাইন

কবিতা:- পৃথিবীর সব রঙ মুছে গেলে

কক্সবাজারের চকরিয়ায় যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

চকরিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে অসহায় দিনমজুরের বসতভিটা দখলের অভিযোগ

দেশে আসার আগেই যে দিল্লির কাছে দস্তখত দেয়, তার কাছে দেশ নিরাপদ নয়