ঢাবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রামু-কক্সবাজারের শিক্ষার্থীদের সংগঠন “রামু-কক্সবাজার ছাত্র পরিষদ” এর বৃহস্পতিবার ৪র্থ কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা সদস্য সেলিম বাহাদুর, এরশাদুল হক, সাজ্জাদ হোসাইন।
সভাপতি মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মসউদুল হাসান মিনার, সাধারণ সম্পাদক হয়েছেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রমজানুল আলম।
নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গতকাল বৃহস্পতিবার রামু-কক্সবাজার ছাত্র পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও কক্সবাজার ৩নং আসনের মাননীয় এমপি সাইমুম সরওয়ার কমলের সাথে সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এমপি মহোদয় নতুন নেতৃত্বদ্বয়কে সাদরে গ্রহন করেন। তাদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং আগামী মার্চ মাসে ভারত সফরের জন্য সবাইকে প্রস্তুতি নিতে বলেন।