ঢাকারবিবার , ২৩ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

বদরখালী সমিতির সাবেক সভাপতি প্রবীণ আওয়ামীলীগ নেতা হান্নান মিয়ার জানাজায় শোকাহত মানুষের ঢল

প্রতিবেদক
নিউজ ভিশন
২০ সেপ্টেম্বর ২০১৯, ২:৫৯ পূর্বাহ্ণ

Link Copied!

সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া :

এশিয়া মহাদেশের বৃহত্তর সমবায় সমিতি চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়নস্থ বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক সভাপতি ও বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আলহাজ আবদুল হান্নান বিএ নামাজে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে । বুধবার (১৮সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজের ইমামতি গারাঙ্গীয়া বড় হুজুর কেবলার সুযোগ্য সন্তান হাফেজ মাহমুদুল হক। জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম, সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ ইলিয়াছ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলাা আওয়ামীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের পরিচালক মাষ্টার সিরাজুল হক, বদরখালী সমিতির সভাপতি আলহাজ্ব নুরুল আলম সিকদার, বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, বদরখালী সমিতির সম্পাদক জয়নাল আবেদীন খাঁন, সাবেক সম্পাদক দেলোয়ার হোছাইন এম এ, সাবেক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, মরহুমের জামাতা সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদার, মরহুমের ছোট ছেলে সাবেক বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরে হোছাইন আরিফ প্রমূখ। এতে উপস্থিত ছিলেন সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, চকরিয়া কলেজের অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, বদরখালী এম এস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মৌলালা আবুল বশরসহ বিভিন্ন রাজনৈতিক , সামাজিক , শিক্ষক , সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ জানাযায় অংশ নেয় । জানাযার মাঠে বক্তারা বলেন- মরহুম হান্নান মিয়া একজন সৎ, নিষ্ঠা ও ন্যায় পরায়ণ লোক ছিলেন। কখনো তাকে দূর্ণীতি স্পর্শ করতে পারে নি। তাঁর মতো লোককে হারিয়ে গোটা জেলাবাসী গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তাঁর বিদায়ে রাজনীতির মাঠে এক অপূরণীয় ক্ষতি হয়েছে । জানাযা শেষে বদরখালী কঈনখালী জামে মসজিদ করবস্থানে তাঁকে দাফন করা হয় । উল্লেখ্য যে, মরহুম আবদুল হান্নান বিএ (হান্নান মিয়া) বুধবার ভোর ৫ টার দিকে ঢাকাস্থ শ্যামলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে জীবনের শেষ নি:শেষ ত্যাগ করেন। তিনি বদরখালী ২নং বøক ভারুয়াখালী পাড়া এলাকার মরহুম হাজি সোলতান আহমদের ছেলে ও বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ নুরে হোছাইন আরিফের পিতা। মৃত্যুকালে মরহুম আবদুল হান্নান এক স্ত্রী, তিন পুত্র, পাঁচ কন্যা সন্তান রেখে যান।

আরও পড়ুন

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত

ডুলাহাজারা ডিগ্রি কলেজে পরিবহনের নাম ভাঙ্গিয়ে অতিরিক্ত টাকা আদায়

টঙ্গীতে গৃহবধূর বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট—থানায় অভিযোগ

চবিতে অধ্যয়নরত সিলেট বিভাগের শিক্ষার্থীদের সাথে শিশির মনিরের মতবিনিময়

অনিচ্ছাকৃত শব্দ ব্যবহারের জন্য দূ:খিত- নাছির

ভূমিকম্প পরবর্তী প্রধান উপদেষ্টার বার্তা

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার দরিদ্রকে ফ্রি চিকিৎসা-ঔষধ দিয়েছে বিএনপি

জামায়াত কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না–মিয়া গোলাম পরোয়ার

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র দলীয় চূড়ান্ত মনোনয়নে পুনঃ বিবেচনায় বিশ্বাসী বীর মুক্তিযোদ্ধা মালেক খান

চকরিয়া -১ আসনে ছাত্র সালাহউদ্দিন আহমদের বিপক্ষে লড়বেন শিক্ষক মইনুল।

মানুষের কথা বলতে সংসদে যেতে চাই -রিক্সা চালক সুজন