ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

মোয়াজ্জেম ছদ্মবেশী হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম
কক্সবাজার জেলার রামু থানার কাউয়ারখোপ এলাকায় সংঘটিত নৃশংস হত্যা ও গরু ডাকাতি মামলার মূল হত্যাকারী, মসজিদের মুয়াজ্জিন ছদ্মবেশী ইকবাল হোসেন (২২) কে চট্টগ্রামের বাঁশখালী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।
গত ০৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ডাকাত জাহিদ ও তার সহযোগীরা কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকার কাছে স্থানীয় লোকজনের কোরবানির গরু ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে পারভেজ (১৭) নামে এক কিশোর নিহত হয়। ঘটনাটি কক্সবাজারসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে নিহতের পিতা বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে কক্সবাজার র‌্যাব-১৫ সদর ব্যাটালিয়নের একটি চৌকস দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানা যায়, মামলার এজাহারভুক্ত ২নং আসামি ইকবাল হোসেন মসজিদের মুয়াজ্জিনের ছদ্মবেশে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানার সরল ইউনিয়নের হাজীরখিল এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে গত ২১ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ ভোরে র‌্যাব-১৫ এর দলটি সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল স্বীকার করে যে, সে ডাকাত জাহিদের দলের সক্রিয় সদস্য। সে জানায়, জাহিদের নির্দেশে আহমদ হোসেন (৫৫) ও সালাউদ্দিন পারভেজ (১৭) সহ স্থানীয়দের ওপর দেশীয় অস্ত্র, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। একপর্যায়ে জাহিদ ও ইকবাল মিলে সালাউদ্দিন পারভেজকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং গরুগুলো ছিনিয়ে নিয়ে যায়। এতে সালাউদ্দিন পারভেজ ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গ্রেফতারকৃত আসামির পরিচয়: নাম: ইকবাল হোসেন (২২) পিতা: মৃত হোসেন গ্রাম: গাছুয়াপাড়া, ০৭ নং ওয়ার্ড, কাউয়ারখোপ ইউনিয়ন থানা: রামু, জেলা: কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
— র‌্যাব-১৫, কক্সবাজার সদর ব্যাটালিয়ন

আরও পড়ুন

জুলাই সনদের স্পষ্ট ব্যাখ্যা দিলে স্বাক্ষর করবে এনসিপি

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড