ঢাকাশনিবার , ১৬ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

জামায়াতের আমির
ডা. শফিকুর রহমানের স্বদেশে আস্থা, আল্লাহর ওপর ভরসা—দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
৩০ জুলাই ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ

Link Copied!

রফিকুল ইসলাম জসিম >>

যে জাতি নিজের চিকিৎসাকে বিদেশের হাতে ছেড়ে দেয়, সে জাতির স্বাস্থ্যখাত কখনো দাঁড়াতে পারে না। কিন্তু একজন মানুষ যখন আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে নিজের দেশ, নিজের মাটির চিকিৎসকদের ওপর আস্থা রাখেন—সেখানেই সত্যিকারের দেশপ্রেমের পরিচয় ফুটে ওঠে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান—এখন শুধু একটি দলের নেতা নন, বরং স্বদেশপ্রেম ও ঈমানি আস্থার জীবন্ত উদাহরণ। সম্প্রতি জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি দু’বার মঞ্চে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষায় হৃদ্‌যন্ত্রে জটিলতা ধরা পড়ে। চিকিৎসকরা বাইপাস সার্জারির পরামর্শ দেন এবং উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর পরামর্শও উঠে আসে।

তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন—“আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আমি দেশের চিকিৎসকদের ওপর ভরসা রাখছি। আমি বাংলাদেশেই চিকিৎসা করাবো, ইনশাআল্লাহ।”

এই একটি বাক্য যেন নতুন করে আশার বাতি জ্বালায়। তিনি দেখিয়ে দিলেন—দেশ মানে শুধু সীমারেখা নয়, দেশ মানে বিশ্বাস, দেশ মানে দায়িত্ব। আল্লাহতায়ালার উপর ভরসা রেখে দেশের মাটিতে থাকা, এখানকার ডাক্তার ও চিকিৎসাব্যবস্থাকে মূল্য দেওয়া—এটাই ঈমানদার নেতার পরিচয়।

যেখানে অনেকেই সামান্য অসুস্থতাতেই বিদেশ পানে ছোটেন, সেখানে তিনি হৃদ্‌যন্ত্রের মতো স্পর্শকাতর চিকিৎসাও স্বদেশেই গ্রহণ করছেন। তার এ সিদ্ধান্ত যেন এক মুজাহিদের মতো—আল্লাহর কুদরতে বিশ্বাস রেখে দেশের প্রতি অটল নিষ্ঠা।

এটা শুধু সাহস নয়, এটা ঈমানি আস্থা। এটা শুধু আত্মবিশ্বাস নয়, বরং দ্বীনদার এক নেতৃত্বের আলোকবর্তিকা। ডা. শফিকুর রহমান আজ তাঁর আমল, তাঁর নিয়ত এবং তাঁর কর্মের মাধ্যমে প্রমাণ করলেন—আল্লাহর ওপর ভরসা করলে কোনো কিছু অসম্ভব নয়।

আজ আমরা ‘স্বদেশ’ বলি গলায় গলায় পতাকা ঝুলিয়ে, কিন্তু তিনি নিজ শরীরকে রেখে গেলেন স্বদেশপ্রেমের নিঃশব্দ অথচ গম্ভীর ব্যাখ্যা। তাঁর সিদ্ধান্ত আমাদের জন্য দোয়ার অনুরোধও বটে—আল্লাহ যেন তাকে পূর্ণ আরোগ্য দান করেন এবং আমাদের চিকিৎসা ব্যবস্থাকেও হিদায়াত ও বরকতের মাধ্যমে আরও উন্নত করেন।

74 Views

আরও পড়ুন

সাক্ষাৎকার: জামায়াতের প্রার্থী এড. আব্দুর রব: ‘কমলগঞ্জ–শ্রীমঙ্গলের প্রতিটি ঘর আমার নিজের’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

উদ্বোধনের অপেক্ষায় শান্তিগঞ্জ উপজেলা ফুটবল টুর্নামেন্ট

জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দেয়া পর্যন্ত কোন নির্বাচন হবেনা: ড. হামিদ আযাদ

মৌলভীবাজার-৪:
জনগণের কল্যাণে রাজনীতির ময়দানে এডভোকেট আব্দুর রব

লোহাগাড়ায় নোবিপ্রবি উপাচার্য
নারী-পুরুষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে

ভোলাগঞ্জে সাদাপাথর লুটেরাদের বিরুদ্ধে ও টাংঙ্গুয়ার হাওরে অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে মানববন্ধন

কাপাসিয়ায় ইসলামী ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মাঝে আমের চারা বিতরণ

মাউশি’র উপপরিচালককে শুভেচ্ছা জানালো শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালীর নেতৃবৃন্দ

৫৫তম সীরতুন্নবী (সঃ) মাহফিল বাস্তবায়নে প্রস্তুতি সভা সম্পন্ন

দোয়ারাবাজারে বিজিবির ওপর হামলার ঘটনায় করা মামলায় ২জন গ্রেফতার

উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে কক্সবাজারে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত