ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

কক্সবাজারকে নিরাপদ শহর গড়ে তুলা হবে- র‍্যাব সিও কামরুল হাসান

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ১০:২১ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম
কক্সবাজার, ২২ অক্টোবর ২০২৫: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কক্সবাজার জেলার গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে কক্সবাজার র‌্যাব-১৫ ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি। সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান কক্সবাজার জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক বিরোধী অভিযান, অপহরণ ও মানবপাচার রোধে চলমান কার্যক্রম এবং পর্যটন এলাকার নিরাপত্তা ব্যবস্থার ওপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন,
“র‌্যাব-১৫ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কক্সবাজারকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আমরা গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করছি।”
মতবিনিময় সভায় সাংবাদিকরা র‌্যাবের ভূমিকার প্রশংসা করে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাবের পেশাদারিত্ব জনগণের আস্থা অর্জন করেছে। তাঁরা সীমান্তে মাদক ও অস্ত্র চোরাচালন রোধ, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে বসবাস প্রতিরোধ এবং অপহরণ দমনে র‌্যাবের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।
তাঁরা একই সঙ্গে র‌্যাবকে স্বচ্ছ ও নিরপেক্ষ অবস্থানে থেকে অভিযান পরিচালনার পরামর্শ দেন এবং র‌্যাব ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান বলেন,
“আইন-শৃঙ্খলা রক্ষায় র‌্যাব-১৫ রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ জনগণের সহযোগিতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে। আমাদের কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম, তাই আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।”

আরও পড়ুন

জুলাই সনদের স্পষ্ট ব্যাখ্যা দিলে স্বাক্ষর করবে এনসিপি

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন

ফাস্টফুড যখন মরণঘাতি

গার্লফ্রেন্ডকে ভিডিও কলে রেখে ওয়ার্ল্ড বীচ রিসোর্টে সৌরভ নামে এক পর্যটকের আত্মহত্যা

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আলী রীয়াজ

নবম ধাপে আল মুসাইদাহ ফাউন্ডেশনের ফ্রি চক্ষু ছানি অপারেশন সম্পন্ন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড