ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে কক্সবাজারে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ আগস্ট ২০২৫, ৭:৪৩ অপরাহ্ণ

Link Copied!

নুরুল ইসলাম কক্সবাজার
কক্সবাজার জেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন কক্সবাজারের আয়োজনে কক্সবাজারের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগষ্ট সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার উপজেলার সকল কৃতি শিক্ষার্থী,অভিভাবক ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সাইদুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (প্রশিক্ষণ) উপ-পরিচালক প্রিম রিজভী, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানা, জেলা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তাফা,উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্যে এডিসি শিক্ষা মোহাম্মদ সাইদুজ্জামান চৌধুরী বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ হতে হবে। শুধু বইয়ের জ্ঞান মানুষকে সমৃদ্ধ করে না নিজেকে এই প্রতিযোগিতামূলক বিশ্বে দক্ষ হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রশিক্ষণ উপ- পরিচালক প্রিম রিজভী বলেন, পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউট স্কিমের মাধ্যমে ছাত্র ছাত্রীদেরকে উৎসাহ দিয়ে ভবিষ্যতে আরও ভাল কইছু করার জন্য। এই ভাল ফলাফলে অভিভাবকদের ভূমিকার উপর গুরুত্ব দেন।
সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী বলেন, শিক্ষকদের পিতা মাতার মত সম্মান দিতে হবে। যে কোন সমস্যা অবগত হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য আমরা এগিয়ে যাব।
পরে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

আরও পড়ুন

আওমীলীগের বিরুদ্ধে যত মামলা আছে সব আমরা তুলে নেব : মির্জা ফখরুল

বুটেক্সে দুই দিনের পৃথক ঘটনায় তিনজনের সাময়িক বহিষ্কার ও ছয়জনের অর্থদণ্ড

উত্তর জনপদের লাখো মানুষের জন্য একটিও সরকারি হাসপাতাল নেই

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জনগণ গণভোট-সনদ এসব বোঝে না : ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা