আরফাত হোছাইন আরফিন,টেরীবাজার ঃ
আগামী(৮ নভেম্বর) জুমাবার সাপ্তাহিক ছুটির বন্ধের সাথে টেরীবাজার সর্বস্তরের কর্মচারীদের প্রাণের দাবি মেনে নিয়ে বিজয়া দশমীর বদলী বন্ধ যোগ করে (৯ নভেম্বর) শনিবার এবং (১০ নভেম্বর) রবিবার পবিত্র ঈদে মিলাদুন্নী (সঃ) সহ ৩ দিন বন্ধ ঘোষণা করেছে টেরীবাজার ব্যবসায়ী সমিতি।
টেরীবাজার আগত পাইকারী ও খুচরা ক্রেতা সাধারণের সুবিধার্থে জানানো যাইতেছে যে আগামী ৮নভেম্বর জুমাবার, ৯নভেম্বর শনিবার, ১০নভেম্বর রবিবার টেরীবাজার ব্যবসায়ী সমিতির আওতাধীন সকল দোকান বন্ধ থাকিবে এবং যতারিতি ১১নভেম্বর সোমবার থেকে সকল দোকান খোলা থাকিবে বলে এক নোটিশে জানিয়েছেন।
দীর্ঘ ৩ দিনের ছুটি পেয়ে দোকান কর্মচারীরা আনন্দ উৎফুল্ল। তারা তাদের দাবী মেনে নিয়ে ছুটি ঘোষণা করায় টেরী বাজার ব্যবসায়ী সমিতির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।।