স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শাল্লায় হাওর বাঁচাও আন্দোলন এর উপজেলা কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে তুরন কান্তি দাস ও সাধারণ সম্পাদক পদে জয়ন্ত সেনকে নির্বাচিত করা হয়।
শাল্লায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে শাল্লা উপজেলা কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে হাওর বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা কমিটির সভাপতি তরুণ কান্তি দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত সেনের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি কবি ও লেখক মোঃ ইয়াকুব বখত বাহলুল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো: নজরুল ইসলাম, শান্তিগঞ্জ উপজেলা কমিটির সভাপতি মোঃ আবু সঈদ, হাওর বাঁচাও আন্দোলনের শাল্লা উপজেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো: আজমান গনি তালুকদার ও আটগাঁও ইউনিয়ন কমিটির সভাপতি মোঃ সুরত আলী।
সম্মেলনে বক্তারা বলেন, সুনামগঞ্জের প্রত্যন্ত এলাকা শাল্লা উপজেলা। এটি একটি হাওর বেস্টিত উপজেলা। এখানকার সিংহভাগই কৃষি কাজের উপর নির্ভরশীল। আমাদের কৃষকদের ফসল রক্ষায় হাওর রক্ষা বাঁধের ওপর সজাগদৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ সরকার প্রতি বছর হাওরের কৃষকদের ফসল রক্ষার জন্য কোটি কোটি টাকা বরাদ্ধ দেয় সেই টাকা পিআইসিদের মাধ্যমে সঠিকভাবে হাওর রক্ষা কাজে ব্যবহার হচ্ছে কিনা তাহা তদারকি রাখতে হবে। হাওর রক্ষা বাঁধের কাজে অনিয়ম ও অনৈতিক হলে কৃষকদের নিয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
উক্ত অনুষ্ঠানের ২য় অধিবেশনে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ ইয়াকুব বখত বাহলুল এর সভাপতিত্বে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে উপজেলা কমিটির সাবেক সভাপতি তরুণ কান্তি দাস কে সভাপতি ও জয়ন্ত সেন কে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে পুর্নাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক তৌফিকুর রহমান, চিন্ময় দাস ও পাবেল সহ হাওর বাঁচাও আন্দোলন শাল্লা উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।