মির্জা নাদিম, টঙ্গী (গাজীপুর)
সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
সোমবার (১৯ মে) বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গাজী মামুন এবং সঞ্চালনায় ছিলেন বাসন মেট্রো থানা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাকুল ইসলাম রাজ্জাক।
মানববন্ধনে গাজী মামুন বলেন, “সাংবাদিকরা সব শ্রেণির মানুষের সমস্যা তুলে ধরেন, অথচ আজ তারাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাংবাদিকদের ওপর হামলা করে কেউ পার পাবে না। সাংবাদিকরা কোনো দলের নন—তারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কাজ করেন। কিছু অসাধু পুলিশ কর্মকর্তা, সরকারি আমলা, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “প্রত্যেক ব্যক্তি তার দায়িত্ব সঠিকভাবে পালন করলে অপরাধ বা দুর্নীতির সুযোগ থাকতো না। অনেক ক্ষেত্রে দায়িত্বে অবহেলা করে ঊর্ধ্বতন কর্মকর্তারাও দায় এড়াতে পারেন না।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সদস্য নুরুল হক, গাজীপুর মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সদস্য নাসিমা আক্তার রেনু প্রমুখ।
বক্তারা অবিলম্বে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর প্রেসক্লাবের বুলবুল আহমেদ, দৈনিক যায়যায়দিন-এর জেলা প্রতিনিধি রেজাউল কবীর রাজিব, দৈনিক বর্তমান কথা-এর প্রতিনিধি মাহবুবুল আলম জুয়েল, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার, সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম সাজু, মো. সজীব, সহ-সম্পাদক মো. মোজাম্মেল সরকার, সমাজকল্যাণ সম্পাদক আফনান মামুন চৌধুরী এবং দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি তুষারসহ অনেকে।