oplus_2
ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় কর্মচারী নিয়োগ পরীক্ষা সম্পন্ন
এম এ মোতালিব ভুইয়া :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরী, পরিচ্ছন্ন কর্মী, নিরাপত্তা কর্মী ও আয়া পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মাদ্রাসার শ্রেণিকক্ষে শান্তিপূর্ণভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় নৈশ প্রহরী পদে ৪ জন, পরিচ্ছন্ন কর্মী পদে ৯ জন, নিরাপত্তা কর্মী পদে ৮ জন এবং আয়া পদে ১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি, পরিদর্শক (ঢাকা) মোঃ আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ কর্ম বিভাগের অধ্যাপক ও ইসলামপুর ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল জলিল,বিদ্যুৎসাহী সদস্য জাকির ভুইয়াসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, ভারপ্রাপ্ত সুপার ও সিনিয়র শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল জলিল বলেন,নিয়োগ পরীক্ষার পুরো প্রক্রিয়া ছিল স্বচ্ছ ও সুষ্ঠু। মেধা, যোগ্যতা ও নিয়ম অনুযায়ী সর্বোত্তম প্রার্থী নির্বাচন করা হবে। আমরা সবসময় মাদ্রাসার শিক্ষা ও প্রশাসনিক মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।