মোস্তাকিন হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা :
দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শন করলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর অতিরিক্ত মহাপরিচালক সোনালি মিশরা।
শুক্রবার সকাল ১০ টায় বিএসএফের কলকতা ইস্টার্ন কমান্ড এর অতিরিক্ত মহাপরিচালক সোনালি মিশরা হিলি সীমান্ত পরিদর্শন শেষে চেকপোস্টে আসেন। এরপর বিজিবির আমন্ত্রণে তিনি জিরো পয়েন্টের বাংলাদেশের অংশে বিজিবির কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন। এর আগে অতিরিক্ত মহাপরিচালক সোনালি মিশরা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগর।
ওই বৈঠকে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের সিও লে. কর্ণেল রফিকুল ইসলাম,ভারতের ৬১ বিএসএফ ব্যাটালিয়নের পতিরাম এর সিও কামাল বাঘাতসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়,সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলোচনা হয়েছে।শেষে দুই বাহিনীর পক্ষ থেকে একে-অপরকে ক্রেস্ট ও মিষ্টি উপহার প্রদান করা হয়।