ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সাগর পথে চাকরির প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া পাচারের চেষ্টা,চার মানবপাচারকারী আটক:উদ্ধার-০৮

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ নভেম্বর ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে সাগর পথে মালয়েশিয়া পাচারের চেষ্টা অভিযান চালিয়ে মানবপাচার চক্রের সক্রিয় চার সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় বন্দি থাকা ৮জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
মঙ্গলবার(১৮নভেম্বর)ভোররাতে সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া আব্দুল মোতালেব বসত ঘর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,সাবরাং ইউনিয়নের পানছাড়ি পাড়ার আফাজ উদ্দিনের মেয়ে আসমা(১৯),একই এলাকার আব্দুল মোতালেব এর মেয়ে শাবনূর(২০),নুরুল হাজিমের স্ত্রী জহুরা (৪৩),ও মৃত আফাজ উদ্দিন স্ত্রী সাহারা খাতুন(৬২)।
পলাতক আসামী হলেন,একই এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দা(৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২-ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।
তিনি জানান,মঙ্গলবার (১৮নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মোতালেব প্রকাশ ‘কালা বদ্দার’ বসতঘরে মানব পাচারকারীরা বিদেশ গমনেচ্ছুক বেশ কয়েকজনকে আটকে রেখেছে। এমন তথ্যে তারই নেতৃত্বে বিজিবি একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় চার মানবপাচারকারীকে আটক করতে সক্ষম হয়। তাদের অপর কয়েকজন সহযোগী কৌশলে পালিয়ে যায়। তাদের হাতে বন্দি থাকা ০৮জন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ০৬জন মহিলা ও ২জন শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানায়, অপরাধীদের কয়েকজন দোসর তাদেরকে বিভিন্ন প্রলোভন প্রদর্শন করেছে। যার মধ্যে রয়েছে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, দ্রুত ধনী হওয়ার স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে বিদেশ গমন ও পরবর্তীতে চাকরির বেতনে বকেয়া পরিশোধের সুযোগ ইত্যাদি। এ ধরনের লোভনীয় প্রস্তাবের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে ভুক্তভোগীদেরকে প্রতারণার জালে ফেলে মাথাপিছু অর্থের বিনিময়ে পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেয়।
অপরদিকে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানায়,সম্প্রতি মানব পাচারকারীদের বিরুদ্ধে পাহাড়ে বিজিবি’র একের পরে এক সফল অভিযানের ফলে সংঘবদ্ধ চক্রটি পাহাড়ের পরিবর্তে লোকালয় দিয়ে বিদেশে গমনেচ্ছুকদের পাচার করছে। এছাড়াও,মানবপাচারকারী ভয়াল চক্র সম্পর্কে বেশ কিছু মূল্যবান তথ্য পাওয়া গেছে যা অপরাধী চক্রেগুলোর বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশের চলমান আভিযানকে বিশেষভাবে ত্বরান্বিত করবে বলে আশা করা যায়।
লেঃ কর্নেল আশিকুর রহমান-পিএসসি আরও জানান,রাতে টেকনাফ সীমান্তে মানব পাচারকারী ও সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর জন্য একটি চরম দুঃসংবাদ।মানব পাচার বিরোধী সফল অভিযানগুলোই বিজিবির দৃঢ় অবস্থানের স্পষ্ট বার্তা যে,সকল অপরাধীদের জন্য টেকনাফ সীমান্তের পাহাড় থেকে সমুদ্রের জলসীমা পর্যন্ত এক ইঞ্চি জায়গাও নিরাপদ নয়। মানবতা বিরোধী এ ধরনের জঘন্য অপরাধ দমনে আমাদের এই ধারাবাহিক ও কঠোর নজরদারি এবং সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত ০৮জন ভুক্তভোগী বিভিন্ন এফডিএমএন ক্যাম্পের কার্ডধারী সদস্য এবং তাদেরকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
আটককৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

বুটেক্সে আর্থিক খাতে অনিয়মের শঙ্কা, প্রশ্নবিদ্ধ তথ্য অধিকার আইনও

বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামি মাওলানা ইসমাইল এখনো গ্রেপ্তারবিহীন

নিভৃতে ভেসে যায় জীবন

দোয়ারাবাজার সমিতির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী-ড. হামিদ আযাদ

চকরিয়া নব প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা-২৫ অনুষ্ঠিত

জুলাই সনদের স্পষ্ট ব্যাখ্যা দিলে স্বাক্ষর করবে এনসিপি

বাড়ছে মাদকের বিস্তার, অনিরাপদ হয়ে উঠছে চবি ক্যাম্পাস

উজানটিয়া ইউনিয়ন কৃষক দলের ২(দুই)সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন

ডায়াবেটিস প্রতিরোধে চবি ক্যাম্পাসে বাইসাইকেল র‍্যালি

কবিতা:- স্মৃতির রোমন্থন

জোহরান মামদানির বিজয় ও বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচন এবং কয়েকটি কথা; প্রেক্ষিত বাংলাদেশের আসন্ন নির্বাচন -মোঃ ইমন হোসেন