

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শেরপুরে দরিদ্র অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ড্যাবের সহযোগিতায় শেরপুর সদর উপজেলা বিএনপি এ ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ। উদ্বোধক ছিলেন শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সদস্য সচিব, অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ পলাশ, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর ভারপ্রাপ্ত মহাসচিব, অধ্যাপক ডা: খালেকুজ্জামান দিপু, কোষাধক্ষ্য ডা: মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক ডা: সায়েম মনোয়ার, শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো:সাইফুল ইসলামসহ আরো অনেকে।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ হারুন আল রশীদ বলেন, দেশে ৩৬টি মেডিকেল কলেজে দলীয় লোক বসানো ও আত্তীকরণের কারণে মানসম্পন্ন শিক্ষা নেই। বিএনপি সরকারে এলে শেরপুরে মানসম্মত মেডিকেল কলেজ করতে অনুরোধ করবো।
ডা: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, শেরপুরের মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে। আমরা দরিদ্র অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদান করার জন্য পর্যায়ক্রমে ব্যবস্থা নিচ্ছি। সামনের নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে আমরা শেরপুরে হাসপাতালের যত সমস্যা আছে তা চিহ্নিত করে দূর করে মানুষের চিকিৎসা নিশ্চিত করবো। তিনি জানান, আজকের ফ্রী মেডিকেল ক্যাম্পে পাঁচ হাজারেরো বেশী রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
এদিকে চিকিৎসা নিতে আসা বৃদ্ধ শরীফ মিয়া বলেন, আমি বিনা টেহায় চিকিৎসা পাইলাম, ঔষধ পাইলাম, খুব খুশি হইছি। দোয়া করি তারেক রহমান প্রধানমন্ত্রী হউক। সফুরা বেগম বলেন, এর আগে এতবড় ডাক্তার দেহাবার পাই নেই। আজকে দেহাইলাম, প্রিয়াঙ্কা আমগরে ওষুধ দিলো, দোয়া করি মেয়েডা এমপি হউক।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০