ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে মাদক পাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে বাড়ির ছাদে গোপন কুঠুরিতে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায়২০হাজার পিস ইয়াবাসহ নুর ফয়েজ(৩২)নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।এসময় চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার(১৮নভেম্বর)ভোরে সদর ইউনিয়নের খানকার ডেইল এলাকার নিজ বসত ঘর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক হলেন,টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খানকার ডেইল এলাকার বাসিন্দা সৈয়দ আলমের ছেলে নুর ফয়েজ(৩২)।পলাতক আসামী হলেন,একই এলাকার মুসা আলমের ছেলে মোহাম্মদ শফিক(২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ২-ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃকর্নেল আশিকুর রহমান।
তিনি জানান,মঙ্গলবার(১৮নভেম্বর)ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ খানকার ডেইল এলাকার সৈয়দ আলমের ছেলে নুর ফয়েজ এর বসতবাড়িতে মাদক মজুদ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।দীর্ঘদিন যাবত স্বল্প সময়ের জন্য মাদক বিপণনের পূর্বে তার বাসায় মাদক রেখে আসছে শফিক নামের এক ব্যক্তি। এমন তথ্যে তারই নেতৃত্বে বিজিবি সদস্যের সমন্বয়ে k-9ইউনিটের নারকটিক্স সনাক্তকারী ডগ “চেরী”সহ একটি বিশেষ আভিযানিক দল ঐ বসত বাড়িতে অভিযান চালায়।এসময় বাড়ির ছাদে গোপন কুঠুরিতে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায়২০হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে নুর ফয়েজকে আটক করতে সক্ষম হয়।তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও একটি চাপাতি উদ্ধার করা হয়।ধৃতের অপর মাদক পাচার চক্রের মধ্যস্থতাকারী মোহাম্মদ শফিকসহ অজ্ঞাতনামা১/২জন ব্যাক্তি কৌশলে পালিয়ে যায়।
তিনি আরও জানান,উদ্ধারকৃত ইয়াবা,চাপাতি,মোবাইলসহ আটক ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন। এবং সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি’র এই বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।