ফরহাদ আমিনঃ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে১৮লাখ টাকার মূল্য মানের৩হাজার৭শ'পিস ইয়াবাবড়িসহ দুই যুবককে আটক করেছে র্যাব।বৃহস্পতিবার দুপুরে হ্নীলা ইউপি পূর্ব আলীখালী মেসার্স আলী হোসেন মার্কেট এর সামনে থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।আটকরা হলেন,হ্নীলা ইউপি দক্ষিণ আলীখালী এলাকার মৃত আইয়ুুব আলীর ছেলে আব্দুল খালেক(২৩)ও একই ইউপির লেদা এলাকার নজুর আহম্মদের ছেলে জিয়াউল হক(২০)।
র্যাব-১৫ সিপিসি-১টেকনাফ ক্যাম্প ইনচার্জ লেঃ কমান্ডার মির্জা শাহেদ মাহতাব জানান,দুপুরে হ্নীলা পূর্ব আলীখালী মেসার্স আলী হোসেন মার্কেট এর সামনে সড়কে মাদক ব্যবসায়ীরা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩হাজার৭শ'পিস ইয়াবাসহ দুই যুবককে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে১৮লাখ টাকা।মালামালসহ ধৃতদেরকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০