মোঃ শামসুল হুদা লিটনঃ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অক্টোবর, শনিবার সকালে গাজীপুর শহরের হাবিবুল্লাহ স্বরণীতে দৈনিক বাংলাভূমি পত্রিকা কার্যালয়ে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম (বাবেশিকফো) গাজীপুর জেলার উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
শিক্ষাব্যবস্থা জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন হতে ১০% কর্তন বন্ধের দাবিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেসরকারি শিক্ষক - কর্মচারী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও গাজীপুর জেলা শাখার আহবায়ক উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন।
অধ্যাপক আবুল হোসেন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রবিউল ইসলাম, মো: নাজমুল হাসান, শ্রীপুর মিজানুর রহমান খান মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক হারুন অর রশিদ, সংগঠনের কালীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, জাঙ্গালীয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আ: রহমান, দুর্বাটি এম ইউ কামিল মাদরাসার প্রভাষক শাহ আলম প্রমুখ। অনুষ্ঠানে দৈনিক বাংলা ভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার শুভেচ্ছা বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে শিক্ষকরা প্রধানমন্ত্রীর কাছে তাদের দাবিটি মেনে নেয়ার জোর দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০