রফিকুল ইসলাম জসিম :
আসন্ন কমলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছে দলীয় আমির অধ্যক্ষ মোহাম্মদ মাসুক মিয়াকে এবং ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন উপজেলা সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলাম।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ও স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এই মনোনয়ন দেওয়া হয়েছে। অধ্যক্ষ মাসুক মিয়া দীর্ঘদিন ধরে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তিনি জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা শাখার আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট কামরুল ইসলাম একজন সিনিয়র আইনজীবী ও সংগঠক। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলার সেক্রেটারি এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। তারুণ্যদীপ্ত এই নেতা স্থানীয়ভাবে শিক্ষিত, সৎ ও আদর্শবান বলেই পরিচিত।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে অংশ নিচ্ছে এবং তৃণমূলে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে প্রার্থীদের পক্ষে সমর্থন জোরালো করা হচ্ছে।
নির্বাচনী প্রচারণা শিগগিরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানানো হয়েছে।