ঢাকাশনিবার , ২২ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২২ নভেম্বর ২০২৫, ৯:৫৮ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

জামায়াতে ইসলামীর আমীর ডা:শফিকুর রহমান বলেছেন,যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে। একইসাথে নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়ন অবশ্যই করবেন বলেও জানান জামায়াত আমীর।  

তিনি বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামী কারো সাথে জোট না করলেও বিভিন্ন দল ও শক্তির সাথে নির্বাচনী সমঝোতা করতে পারে।

শনিবার (২২ নভেম্বর) বিকালে চট্টগ্রাম নগরীর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে চট্টগ্রাম আসেন জামায়াত আমীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম এসে নগরীর প্যারেড মাঠে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

তিনি বলেন, বাংলাদেশ এখন ইতিহাসের বাকে এসে দাড়িয়েছে।এ জাতির সামনে বারবার সুযোগ এলেও তার উত্তম ব্যবহার যাদের করার কথা ছিলো তারা সেটি না করে তার অপব্যবহার করেছে, নিজেদের পকেট ভরেছে। 

দেশপ্রেম,ভিশন ,আন্তরিকতা ও সৎ নেতৃত্ব না থাকার কারণে বারবার সুযোগ এলেও তা হাতছাড়া হয়েছে উল্লেখ করে জামায়াত আমীর বলেন, ২৪ এর গণঅভ্যুথ্থানের পর যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আর হাতছাড়া হতে দেওয়া যাবে না। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে এটি বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানান। 

এরপর তিনি সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত ‘নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন’- এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। 

আরও পড়ুন

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার দরিদ্রকে ফ্রি চিকিৎসা-ঔষধ দিয়েছে বিএনপি

জামায়াত কখনো জান্নাতের টিকিট বিক্রি করে না–মিয়া গোলাম পরোয়ার

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র দলীয় চূড়ান্ত মনোনয়নে পুনঃ বিবেচনায় বিশ্বাসী বীর মুক্তিযোদ্ধা মালেক খান

চকরিয়া -১ আসনে ছাত্র সালাহউদ্দিন আহমদের বিপক্ষে লড়বেন শিক্ষক মইনুল।

মানুষের কথা বলতে সংসদে যেতে চাই -রিক্সা চালক সুজন

শাল্লায় হাওর বাঁচাও আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি তুরন কান্তি দাস, সম্পাদক জয়ন্ত সেন

বর্ণাঢ্য আয়োজনে চবিতে বিশ্ব ফিলোসোফি উৎসব উদযাপন

চবির ‘চকোরী’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি বদলের আহবান শিবির সভাপতির

রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে দিয়ে রায় দিয়েছেন আপিল বিভাগ