সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীম,সিনিয়র সহ সভাপতি সেলিম ও সম্পাদক জসিম উদ্দিন নির্বাচিত
মোঃ আবু সঈদ,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম, সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের সময়’র সম্পাদক ও প্রকাশক, জিটিভি প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জসীম উদ্দিন। রবিবার সকাল ১০ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত শহরের পৌর বিপণিস্থ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণ ও গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ কে কুদরত পাশা। নির্বাচনে ২৩ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন কালের কন্ঠের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীম। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মাহবুবুর রহমান পীর পেয়েছেন ১৯ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন সেলিম আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি জসীম উদ্দিন। অন্যদিকে নির্বাচন পরিচালনাকালে কেন্দ্র পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া। তিনি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।