ঢাকামঙ্গলবার , ২ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

চবিতে ইয়াবাসহ তিনজন আটক, ২ জন ক্যাম্পাস সংলগ্ন দোকানের কর্মচারী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ৭:৩৯ পূর্বাহ্ণ

Link Copied!

চবি প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইয়াবা ও মাদকের সরঞ্জামসহ ৩ বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সদস্য ও স্থানীয় হাটহাজারী থানার পুলিশ সদস্যরা।

গত শুক্রবার (৭ নভেম্বর) গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞান এরিয়ায় অভিযান চালিয়ে রাত পৌনে ১২টার দিকে আটক করা হয় তাঁদের।

অভিযানে আটককৃতরা হলেন মো. ইব্রাহিম (১৮), মো. শরীফ (২৫) এবং সম্রাট সরকার (২০)। তারা নিজেদের স্থানীয় বলে দাবি করেন, এতে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। দেহ তল্লাশিতে তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা, ফয়েল পেপার, সিরিঞ্জসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরে নিয়ে আসা হয়।

জানা গেছে, আটক তিনজনের মধ্যে দুইজন বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট সংলগ্ন দোকানের কর্মচারী এবং অন্যজন রাজমিস্ত্রির কাজ করেন। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ঘটনাস্থলে এসে একজনকে থানা হেফাজতে নিয়ে যান এবং বাকি দুইজনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হেফাজতে রেখে হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হোসেন শহিদ সোহরাওয়ার্দী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় প্রতিনিয়ত ২-৩টি টহল টিম পরিচালনা করি। আমাদের প্রক্টরিয়াল বডি এর আগে আরেকটি অভিযান পরিচালনা করেছিল। এরপর আমি ব্যক্তিগতভাবে টহলটি পরিচালনা করার সময় রাত পৌনে ১২টার দিকে জীববিজ্ঞান অনুষদের পাশে একটি মোটরসাইকেলে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখি এবং সেসময়ই তাদের তল্লাশি করি।

তিনি আরো বলেন, তল্লাশি করে ২ পিস ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের নিরাপত্তা দপ্তরে নিয়ে আসা হয়েছে, আমাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

যেখানেই অনিয়ম, দুর্নীতির খবর পাব, আমি ফাটাকেষ্টর মতো ছুটে আসব-জেলা প্রশাসক শারমিন

স্বপ্ন থেকে সাফল্যে—চিকিৎসক মোস্তফার পথচলা

স্বপ্ন থেকে সাফল্যে—চিকিৎসক মোস্তফার পথচলা

দেশে ফিরার বিষয়টি একক নিয়ন্ত্রাধীন নয়- তারেক রহমান।

জাসাস পাঁচলাইশ থানার উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিল

সুমন দাসের একগুচ্ছ কবিতা

দোয়ারাবাজারে এলজিইডির ৫ কোটি টাকার আম্পান প্রকল্পে অনিয়মের অভিযোগ ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

আগামীকাল আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের শপথ

বোয়ালখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইউএনও রহমত উল্লাহ’র ক্রীড়াসামগ্রী বিতরণ

১৬ ঘণ্টায় দেশে ৫ বার ভূমিকম্প : জনমনে আতংক

চকরিয়ার ডুলাহাজারায় চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার

নিম্নচাপে উত্তাল সাগর : সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভুমিকম্প