হাসান তামিম,স্টাফ রিপোর্টার :
বাংলাদেশে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে(২১) শিবির সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভে ঢাকা কলেজ সহ ঢাবির অধিভুক্ত বাকি ছয়টি কলেজের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে উক্ত বিক্ষোভ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ ৮ অক্টোবর ( মঙ্গলবার) বেলা ১২ টার দিকে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, এই দেশের মাটিতে হত্যাকারীদের কোন স্থান নেই।তারা যেখানেই থাকুক অনতিবিলম্বে তাদের গ্রেফতার করার দাবি জানাচ্ছি এবং আবরার ফাহাদ হত্যার সাথে জড়িত নেতাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ফেসবুকে পোস্টের কারনে তাকে শিবির বলে সন্দেহ করে বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।এ সন্দেহ থেকেই তাকে মারধোর করে এবং মারধোরের এক পর্যায়ে তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০