নির্মল এস পলাশ, কমলগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২১ অক্টোবর সন্ধ্যায় শমশেরনগর ব্রাদার্স পার্টি সেন্টারে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ।
কমলগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম, মাহমুদুর রহমান আলতার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, সিনিয়র সহ সভাপতি এ, কে, এম শাহজাহান মানিক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সঞ্জয় দেবনাথ, সদস্য শফিউল আলম উজ্জল, সদর উপজেলা শাখার সভাপতি শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী টিপু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রনীত রঞ্জন দেবনাথ, আসিফ নিয়াজ রনি, আনোয়ার হোসেন, মেরাজ আলী প্রমুখ।