==============
“জীবন দিয়েছেন মাওলা সকলের; দেখবেন জীবনের ভালো মন্দ তিনি তবুও জীবন সাজিয়ে নিতে হয় নিজের চেষ্টায় নিজের যোগ্যতায়।
কেউ পারে কেউ পারেনা জীবন সাজাতে সঠিকভাবে,কেউ মানেনা সঠিক নির্দেশনা,কেউ খুঁজে পায়না সঠিক রাস্তা।বাবা-মায়ের স্বপ্ন থাকে সবসময় সন্তানের সুন্দর ও সাফল্যময় জীবনের।সন্তানের শিক্ষা-দীক্ষা ও সফলতা অর্জন কামনা করেন প্রত্যেক পিতা-মাতা।একসময় ছোট থেকে বড় হয়ে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে জীবনের পরিপূর্ণ রূপে রূপান্তরিত করতে চেষ্টা করেন কিন্তু সকলের জীবনে এই পরিপূর্ণতা আসে না বড় ধরণের ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায় অনেকের সুন্দর জীবন এর একটি বিশেষ কারণ বর্তমান সমাজের মধ্যে চলছে বিভিন্ন নেশার হাট বাজার যে নেশায় আসক্ত হয়ে জীবনের সকল আশা নিমিষেই হারিয়ে যায় নেশার জগতে প্রবেশ করে।
এর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে।যাদের অনেকেই জড়িয়ে পড়েন এক ধরণের বেপরোয়া ও অসৎ
বন্ধুদের সঙ্গে মিলেমিশে।প্রথম প্রথম বুঝতে পারে না তবে এক সময় বুঝে ও কোনো ধরণের সিদ্ধান্ত নিতে পারে না আগের জীবনে ফিরে যেতে।আর বাবা-মা ও বুঝতে পারে না তাদের সন্তানদের কি পরিনতি হতে যাচ্ছে।বাবা-মায়ের স্বপ্ন ক্রমাগত হারিয়ে যেতে থাকে তাদের সন্তানদের প্রতি থেকে।
আমাদের দেশের মানুষ আজ হুমকির সম্মুখীন হচ্ছে এই নেশার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের প্রশাসনিক কর্মকর্তারা হিমশিম খাচ্ছে এই নেশার জগতকে ধ্বংস করতে।এক সময় দেখা যায় আমাদের যুবক সমাজ তাদেরকে জীবনকে ধ্বংস করে ফেলছে বিভিন্ন ধরণের নেশা সেবন করে।
হারিয়ে ফেলছে তাদের স্মৃতি শক্তি নেশায় আসক্ত হয়ে।কোনো ভাবেই আর ফিরে আসতে পারে না তাদের হাসিখুশি জীবনে।এর মুল কারণ একটাই “নেশা”কতো স্বপ্ন ভেঙ্গে যায় বাবা-মায়ের।আমরা কি পারবো আমাদের বাবা-মায়ের সুন্দর স্বপ্ন পূরণ করতে?আমরা কি আমাদের সন্তানদের কে উপহার দিতে পারবো একটি সুন্দর জীবনের?যে জীবনে থাকবে না ভয়াবহ নেশার ছোবল!থাকবে না হতাশার জীবন?আমরা কি রুখে দাড়াতে পারবো এই নেশার বিরুদ্ধে?নাকি যারা নেশার ব্যাবসা করছেন তাদের ভয়ে আমরা হাত-পা গুটিয়ে ফেলবো এবং ঘরে বসে থাকবো?না না না!আমরা আর কোনো সন্তানের জীবন অকালে মৃত্যুর দুয়ারে ফেলে দেবোনা,আমরা আমাদের সন্তানদের নেশা মুক্ত জীবন অবশ্যই উপহার দিবো এতে যদি আমাদের জীবন বিলিয়ে দিতে হয় তবুও।
আমরা একত্রিত হয়ে এই সমাজের প্রতিটি যুবককে নিয়ে আসবো তাদের সুন্দর ও আলোকিত জীবনে,যাতে করে প্রত্যেক সন্তান ফিরে পায় তাদের সুখের জীবন আর প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন পূরণ হয় সবসময়।আর যেনো কোনো সন্তানের জীবন অকালে ধ্বংসের মুখে না পরে তার জন্য আমাদের একত্রিত হয়ে এই নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করবো সবসময়।
“সুস্থ্য জীবন সুখের ভুবন’
গড়বো সবাই মোদের জীবন”
এই স্লোগান ও বজ্রকন্ঠ ঘোষণা হলো আজ থেকে সারাদেশে।আমরা হারিয়ে যাবোনা, আমরা হারিয়ে দেবো সকল নেশার হাট-বাজার।আমরা মায়ের চোখে আর দেখবোনা অশ্রু,আর দেখবোনা কান্নার আওয়াজ।সুন্দর পৃথিবীতে বাঁচতে হলে অবশ্যই নেশা মুক্ত জীবন গঠন করবো সবাই।