ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুনe ২০২৫
  1. সর্বশেষ

সিটি কলেজে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে শিবিরের স্মারক লিপি পেশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১ জুন ২০২৫, ২:৫১ অপরাহ্ণ

Link Copied!

ক্যাম্পাস প্রতিনিধি :

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ কক্সবাজার সিটি কলেজের শিক্ষার গুণগতমান বৃদ্ধি, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত ও ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ বিলুপ্ত করার লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার সিটি কলেজ শাখার পক্ষে কলেজ প্রশাসনের নিকট নিন্মোক্ত ৮ (আট) দফা দাবি পেশ করেছে–
তাদের দাবীগুলো হুবহু তুলে ধরা হলো :

১। এই অঞ্চলের অধিকাংশ শিক্ষার্থী নি¤œবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে আসে। বেসরকারি কলেজ হিসেবে শিক্ষার্থীদের উচ্চ ফি প্রদানের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত, মানোন্নয়ন ও স্বল্প খরচে মানসম্মত শিক্ষাগ্রহণ এবং কলেজের সার্বিক উন্নয়নের স্বার্থে ঐতিহ্যবাহী কক্সবাজার সিটি কলেজকে জাতীয়করণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ অনতিবিলম্বে গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি।

২। কলেজ প্রশাসনের সিদ্ধান্তে ক্যাম্পাসের অভ্যন্তরে প্রকাশ্যে ছাত্ররাজনীতি (কার্যক্রম) নিষিদ্ধ থাকা সত্তে¡ও ছাত্রদল ক্যাম্পাসে তাদের সাংগঠনিক কার্যক্রম অবাধে পরিচালনা করে যাচ্ছে। কিন্তু কলেজ প্রশাসন উদ্দেশ্যপ্রণোদিতভাবে দিনের পর দিন এ বিষয়ে নীরব ভূমিকা পালন করায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা কলেজ প্রশাসনের নিকট এ বিষয়ে স্পষ্ট বক্তব্য জানতে চাই। পাশাপাশি জড়িতদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

৩। ছাত্র-জনতার জুলাই বিপ্লবকে সমুন্নত রাখার লক্ষ্যে ফ্যাসিস্ট আইকন বর্তমানে পরিত্যাক্ত শেখ মুজিব চত্তরকে শহীদ আবু সাঈদ-মুগ্ধ চত্তর নামকরণ করার জোর দাবি জানাচ্ছি।

৪। আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ ও চলমান ভোগান্তি নিরসনে কলেজের মাসিক বেতন ও পরীক্ষার ফি গ্রহণের জন্য আধুনিক “অটোমেশন” মেশিন স্থাপন করে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

৫। কলেজে চলমান অস্থিরতা নিরসন ও প্রশাসনিক জটিলতা উত্তরণকল্পে প্রাক্তন অধ্যক্ষের দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষামন্ত্রণালয় ও জা: বি: এর নীতিমালার আলোকে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ প্রদানের আহবান জানাচ্ছি।

৬। ছাত্রসংসদ বাংলাদেশে শিক্ষাঙ্গনসমূহে সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শিক্ষার্থীবান্ধব নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ছাত্রসংসদ নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কলেজ প্রশাসনকে আহŸান করছি।

৭। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত প্রায় সকল কলেজে বিজ্ঞান ক্লাব, বির্তক ক্লাবসহ প্রয়োজনীয় ক্লাবসমূহ থাকলেও কক্সবাজার সিটি কলেজে এখনো সকল ক্লাব প্রতিষ্ঠা করা হয়নি। অনতিবিলম্বে বিধি মোতাবেক যাবতীয় ক্লাব প্রতিষ্ঠা করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সাথে কলেজের শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় নিয়োজিত ডিসিপ্লিন সংগঠন হিসেবে পরিচিত বিএনসিসি ও রোভার স্কাউটের প্রয়োজনীয় সংস্কার করে মানসম্মত পরিবেশ এবং ক্যাডেট ও রোভারদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করা হোক।

৮। ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন, কলেজ লাইব্রেরী সংস্কার ও প্রায়োজনীয় বইয়ের ব্যবস্থা করা এবং বিদ্যমান কলেজ বাস মেরামতকরণ সহ আরো (০২) দুইটি কলেজ বাস বৃদ্ধি করার অনুরোধ করছি। পাশাপাশি দ্রæত সময়ের মধ্যে কলেজ ওয়েবসাইট উন্নতকরণ, বিজ্ঞান ল্যাব ও আইসিটি ল্যাবের প্রয়োজনীয় সংস্কার পূর্বক একটি আধুনিক সুবিধা সম্বলিত ক্যাম্পাস নিশ্চিতকরণের অনুরোধ রইল।

শিবির নেতৃবৃন্দ কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক নিরাপত্তার স্বার্থে উল্লেখিত ০৮ (্আট) দফা দাবি মেনে নিয়ে শিক্ষার্থীবান্ধব নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য কলেজ অধ্যক্ষের কাছে দাবী জানান।।

124 Views

আরও পড়ুন

টেকনাফে মাদক মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের ইন্তিকাল
ইসলামী আন্দোলনের এক উজ্জ্বল বাতিঘরের চিরপ্রস্থান

রোজার সময় তুষার আমাকে আপত্তিকর কথাটি বলে: নীলা ইসরাফিল

দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে একমত রাজনৈতিক দলগুলো

ইসরায়েলকে হুঁশিয়ারি : ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া

জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ: শবনম ফারিয়া

ইসলামের রাষ্ট্রীয় ভিত্তি গড়ে ওঠা পবিত্র শহর

২০২৬ সালের হজের রোডম্যাপ ঘোষণা করল সৌদি আরব

নাফনদীতে জেলের ছদ্মবেশে মাদক পাচারকালে১লাখ২০হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক

সন্ধান মিলছে না মাদ্রাসা শিক্ষার্থী লাবিবের

বরকলে বাহাদুর খাঁন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে ইছালে ছাওয়াব মাহফিল

মৌলভীবাজার জামায়াতের সাবেক আমীরের ইন্তিকালে ডা. শফিকুর রহমানের শোকবার্তা