সৌরভ
মাদারীপুর সরকারী কলেজ :
মাদারীপুরে দীর্ঘ ২১ বছর পর মাদারীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বিভাগীয় কমিটি ও ইয়ার কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হুমায়ারা লতিফ পান্না, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সাধারণ সম্পাদক বায়েজিত হাওলাদারসহ অনেকেই।
সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আকাশ কৃষ্ণ দের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন মাদারীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ও প্রধান বক্তা ছিলেন ফরিদ সরদার।
এ সময় বক্তারা মাদারীপুর সরকারি কলেজের উন্নয়নে ছাত্রলীগের কমিটির নাম ঘোষণার সবার মতামত নেন। যা আগামী দুইদিনের মধ্যে নতুন কমিটির নাম ঘোষণা দেয়া হবে সম্মেলনে অংশ নেয়া নেতৃবৃন্দরা জানিয়েছেন।
প্রসঙ্গত, ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজ। সমলোচনা ওঠায় পরে এটির নামকরণ হয় মাদারীপুর সরকারি কলেজ। নানা জটিলতায় দীর্ঘদিন ছাত্রলীগের সম্মেলন বন্ধ থাকে।