কুয়েট প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এর ভিসি ড. মুহাম্মাদ মাছুদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৪ এপ্রিল,২০২৪ তারিখে রাত ১ টায় ইউজিসি সদস্য তানজিমউদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রজ্ঞাপন পড়ে শোনান।সেখানে তিনি বলেন,সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন এবং স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন,দায়িত্ব পরিচালনার লক্ষ্যে জৈষ্ঠ্য অধ্যাপকদের মধ্যে থেকে একজনকে সাময়িকভাবে দায়িত্ব প্রদান করা হবে।