ঢাকামঙ্গলবার , ১ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২০ মার্চ ২০২৫, ৫:১০ অপরাহ্ণ

Link Copied!

ওবায়দুল মুন্সীঃ
গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী নিরপরাধ মানুষের ওপর ইসরাইলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলা এবং ভারতের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ হিউম্যানটি ক্লাব।

বৃহস্পতিবার (২০) মার্চ শহরের আলফাত স্কয়ারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নারী, শিশু, স্কুল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এই বর্বরোচিত হামলা সারা বিশ্বে শান্তিকামী সাধারণ মানুষকে ব্যথিত করছে এবং তা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। আমরা এই প্রতিবাদী মানববন্ধন থেকে বর্বরোচিত এই হামলার প্রতিবাদ এবং অবিলম্বে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানাই।

ইসরায়েল ফিলিস্তিনের মানুষকে নির্বিচারে হত্যা করছে। এটা বন্ধ করতে বিশ্বনেতাদের এক হতে হবে। মুসলিম বিশ্ব যদি চায় তাহলে অনতিবিলম্বে এ গণহত্যা বন্ধ হবে। এদিকে ভারতে জঘন্যভাবে মুসলিমদের ওপর অতাচার-নির্যাতন চলছে। আমাদের বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে জানাব শুধু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ব দরবারে বিষয়টি তুলে ধরেন।

আমরা প্রতিবাদ জানালেও বর্বরতা থামছে না। শুধুমাত্র নিন্দা বা প্রতিবাদ জানিয়ে এটা বন্ধ করা সম্ভব নয়। অত্যাচারী ভারত এবং ইসরায়েল এ বর্বরতা চালাতে থাকলে এর প্রতিকার করতে যা যা করা দরকার তার সবটুকু আমরা করব।

বিশ্বের পরাশক্তির কাছে আহ্বান জানাই যাতে এই বর্বরতা বন্ধ হয়। সারা পৃথিবীতে গণহত্যা বন্ধ করতে হবে। একইসঙ্গে এর আশু সমাধান করতে হবে।

ফিলিস্তিনের অসহায় মানুষদের কি অপরাধ ছিল? ইহুদিরা তাদেরকে নির্মমভাবে হত্যা করছে। আজ বিশ্ব মোড়লরাও এ বিষয়ে চুপচাপ। জাতিসংঘ কোন মানবতার কথা বলে! বিশ্ব বিবেকের কাছে এই প্রশ্ন রাখতে চাই। আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে ইহুদিরা এভাবে মুসলিমদের ওপর নির্যাতন করেই যাবে। সারা বিশ্বের প্রতিটি মুসলিমের উচিত ফিলিস্তিনের মানুষদের প্রতি সংহতি জানিয়ে তাদের পাশে দাঁড়ানো।

পৃথিবীতে যত অন্যায়-অপকর্ম তার অধিকাংশ সংঘটিত হয়েছে ইহুদিদের কারণে। আমি আরব বিশ্বের সকল নেতাদের প্রতি আহ্বান জানাই আপনারা ফিলিস্তিনের সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ান।

সুনামগঞ্জ হিউম্যানেটি ক্লাবের সভাপতি মোঃ সুহেল আলমের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য এস এম এ ফয়সলের সঞ্চালনায় বক্তব্য রাখেন লবজান চৌধুরী স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, বাংলাদেশে শিক্ষক সমিতির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক শামসুল আলম রাসেল, সুনামগঞ্জ পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক, সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জের সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সমাজ সেবক নুরুল হাসান আতাহার, গণ অধিকার পরিষদের জেলা সেক্রেটারি আব্দুল বারী, গণ অধিকার পরিষদ নেতা তিমন চৌধুরী সহ প্রমূখ।

140 Views

আরও পড়ুন

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতার পোষ্টার লাগানো হচ্ছে শাপলাপুরে

ভূয়া সনদে চাকুরিতে যোগদানের প্রমাণ মেলেছে দুর্গাপুরের এক কলেজ সহঃ অধ্যাপকের বিরুদ্ধে,

‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ শিবপুর’এর নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

এশিয়ার ৩ দেশে ঈদের তারিখ ঘোষণা

৬ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

সম্প্রীতির বন্ধনে এনসিপি কক্সবাজারের গ্র্যান্ড ইফতার, হাজারো মানুষের মিলনমেলা

শান্তিগঞ্জে পরিবারের সাথে ঈদ করতে এসে প্রাণ গেল সুমাইয়ার

আজ বছরের প্রথম সূর্যগ্রহণ

কমলগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ

শ্রীবরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার : হত্যার অভিযোগে স্বামী আটক

দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নাই !!

কাপাসিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল