মোস্তাকিম হোসেন,হিলি স্থলবন্দর সংবাদদাতা:
দিনাজপুরের হিলিতে কালো ব্যাজ ধারন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরন ও কালোপতাকা উত্তোলন এবং বিশেষ দোয়া খায়েরের মধ্য দিয়ে জেলহত্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার সকাল ৮ টায় হিলি বাজারস্থ উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন এবং কালো পতাকা উত্তোলন করা হয়। নেতাকর্মীরা কালোব্যজ ধারন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে পূষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় সেখানে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমদাদুল হক, সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।