সিফাতুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:-
‘বয়সের সমতার পথে যাত্রা’ এ স্লোঘান কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার প্রবীণ হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলা শাখা র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
সংগঠনটির শিবগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আকবর হোসেন।এতে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার চেধৈুরী রওশন ইসলাম,শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন,শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০