ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পানের বরজের ভেতর দুটি বস্তা থেকে প্রায়১৬কোটি টাকা মূল্যের ৩লাখ২০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার(০৮মে)ভোরে সদর ইউনিয়নের হাবিরছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন পানের বরফ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(৮মে)ভোরে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান চালায়।অভিযান চলাকালীন ঐ এলাকায় সন্দেহজনক দুইজন ব্যক্তিকে বস্তা কাঁধে নিয়ে হেটে যেতে দেখা যায়।কোস্টগার্ড আভিযানিক দল তাদেরকে ধাওয়া করে থামার সংকেত দিলে তারা বস্তা দুইটি নিকটস্থ পানের বরজে ফেলে দৌড়ে পালিয়ে যায়।পরে বস্তা দুইটি তল্লাশি করে১৬কোটি টাকা মূল্যের৩লাখ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।তিনি আরও বলেন,উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০