সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের চৌহালীতে নবাগত (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন মোহাম্মদ সাইফুল ইসলাম।
গত ৯ নভেম্বর ২০২২ ইং চৌহালী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি যোগদান করেন।
মোহাম্মদ সাইফুল ইসলাম ৩৬তম বিসিএস (প্রশাসন)-এর একজন চৌকস কর্মকর্তা। চৌহালীতে যোগ দানের আগে ২০১৮ সালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান ৷ এরপর মানিকগন্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিলেন ৷
তারপর ২০২১ সালে জুলাই মাসে পর্যটন নগরী কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় সহকারী কমিশনার( ভুমি)হিসেবে পদায়ন হয়৷ ওই সময়ে মহেশখালী উপজেলায় ইউএনওর পদ শুন্য থাকায় প্রায় চারমাস ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব পালন করেন তিনি৷
সর্বশেষ তিনি রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে সিরাজগঞ্জের চৌহালীতে সহকারী কমিশনার ভুমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব দেন ৷
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মো: সাইফুল ইসলাম নিউজ ভিশনকে বলেন, সকলের সহযোগিতা পেলে এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। যমুনার ভাঙ্গন কবলিত এ উপজেলার মানুষকে নিরাপদে রাখতে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবো।
চৌহালী উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলবো। সরকারি সকল কাজে সাধারণ মানুষকে সহযোগিতা করতে উপজেলার সকল সরকারি অফিসের কর্মকর্তাকে অবহিত করব এবং সবাই মিলে দৃষ্টিনন্দন উপজেলা পরিষদ তৈরী করব৷
নবাগত ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন৷ তার নিজ জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলা৷ তার স্ত্রীর লালমাটিয়া মহিলা কলেজে বিবিএ অনুষদের লেকচারার হিসেবে কর্মরত আছেন।