সাঈদী আকবর ফয়সাল,চকরিয়া :
বিভিন্ন অভিযোগে কক্সবাজারের চকরিয়া পৌর সদরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা প্রশাসনের বেঁধে দেয়া নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেয়াজ বিক্রি করায় চার মুদির দোকান ব্যবসায়ীকে ১ লাখ, অপরিচ্ছন্ন পরিবেশে নোংরা ও বাঁসি খাবার পরিবেশনের মাধ্যমে রেস্টুরেন্ট পরিচালনার দায়ে এক হোটেল মালিককে ৪০ হাজার ও পৌর সদরে ফুটপাত ও সড়কের উপর পথচারীদের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফলের ব্যবসা চালিয়ে যাওয়ায় পাঁচজন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানাসহ সর্বমোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনেই ভ্রাম্যমান আদালতের এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পেয়াজের অতিরিক্ত মূল্য হাতিয়ে নেয়ার অভিযোগ হাতেনাতে প্রমান হওয়ায় মেসার্স হক ব্রাদার্সের কাছ থেকে ২০ হাজার টাকা, মো. হোছনের দোকান থেকে ৩০ হাজার টাকা, আরিফুল ইসলামের দোকান থেকে ৩০ হাজার টাকা ও জসিম উদ্দিনের দোকান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জয়নাল আবেদীন, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর হায়দার আলী, চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন, চকরিয়া উপজেলা প্রশাসনের আইসিটি টেকনিশিয়ান এরশাদুল হকসহ থানা পুলিশ, উপজেলা ও পৌর প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০