ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

গাজীপুরে বিএনপি নেতা সাথী বহিষ্কার ও গ্রেফতার সমীকরণে : নিরব ক্ষোভে তৃণমূলের নেতাকর্মীরা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৯ জুলাই ২০২৫, ১১:১০ অপরাহ্ণ

Link Copied!

বিশেষ প্রতিনিধি :
গত ৬ জুলাই বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গাজীপুর মহানগর বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে অন্যতম হলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। বহিষ্কার ও পরবর্তীতে তার গ্রেফতারকে কেন্দ্র করে গাজীপুরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও হতাশা বিরাজ করছে।

সিরাজুল ইসলাম সাথী ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৩ সালে তিনি ৫৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তিনি অবিভক্ত টঙ্গী থানা ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতি শেষে যুক্ত হন স্বেচ্ছাসেবক দলে এবং পরে ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলের তৃণমূল নেতাকর্মীদের দাবি, সিরাজুল ইসলাম সাথীর বিরুদ্ধে কখনও চাঁদাবাজি বা সহিংসতার অভিযোগ পাওয়া যায়নি তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে । বিএনপির কঠিন সময়েও তিনি রাজনীতিতে সক্রিয় থেকেছেন, কারাবরণ করেছেন, হামলা-মামলার মুখে পড়েছেন। কিন্তু রাজনীতির স্বস্তির সময়ে তিনি দলের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের শিকার হয়েছেন।

বহিষ্কারের দুই দিন পরে গ্রেপ্তার হন সাথী। তৃণমূলের অভিযোগ, যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, তার সঙ্গে সাথীর কোনো সম্পৃক্ততা নেই। তারা বলছেন, এটি একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা। গ্রেপ্তারের পর থেকেই গাজীপুরে একপ্রকার নিঃশব্দ প্রতিবাদ চলছে—কোনো মিছিল মিটিং নয়, বরং ফেসবুক প্রোফাইলে সাথীর ছবি যুক্ত করে তৃণমূল নেতাকর্মীরা তাদের অবস্থান জানাচ্ছেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র নেতারা মনে করছেন, সিরাজুল ইসলাম সাথীর মতো ত্যাগী নেতাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেয়ার আগে দলের উচিত ছিল কাউন্সেলিং বা অন্তত আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া। তারা বলেন, “যারা যৌবনের গুরুত্বপূর্ণ সময় দলকে দিয়েছে, নিপীড়ন সহ্য করেছে—তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে মানবিক বিবেচনা প্রয়োজন।”

তৃণমূল নেতাকর্মীদের দাবি, দলের এই ত্যাগী কর্মীর বহিষ্কার আদেশ দ্রুত প্রত্যাহার করে তাকে পুনরায় দলে সুযোগ দেয়া হোক। তারা বলেন, “সাথীরা দল করেছেন স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে, আজ তাদের প্রতি এমন আচরণ হতাশাজনক।”

88 Views

আরও পড়ুন

গাইবান্ধা সাঘাটায় সিজু মৃত্যু ঘটনার তদন্তে এডিশনাল ডিআইজি

ছনহরা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হলেন রবিউল হোসেন আলভী

কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী শফি ডাকাত ব্যাবের হাতে গ্রেফতার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা ও বুলেট উদ্ধার—প্রশ্ন শিক্ষার পরিবেশ নিয়ে

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে পেকুয়ায় বাংলাদেশ নৌবাহিনীর মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কৃষিতে প্রযুক্তির বিপ্লব গবেষক শাহিনুরের এআই মডেল উদ্ভাবন

জামায়াত আমীরের সাথে কোরিয়ার এ্যাম্বেসডর মি.পার্ক ইয়ং সিক এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা

তা’মীরুল মিল্লাত গেইট : এক বছর আগে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানের স্মরণে

শান্তিগঞ্জে দাখিল ও এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ধ্বংস হচ্ছে ছাত্র ও যুব সমাজ
ফুলছড়িতে ইন্টারনেট ও ক্যাবল নেটওয়ার্ক ব্যবসায় আড়ালে জমজমাট ইয়াবা ব্যবসা

চাঁদাবাজ আর দূর্ণীতিবাজদের ধরলে হবে না প্রশ্র‍য়দাতাদেরও বিচার করতে হবে ডা. তাসনিম জারা

মৌলভীবাজারে মণিপুরী মুসলিম শিক্ষার্থী তানভীর পেল আইজিপির সম্মাননা