মোঃ আবু সঈদ স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫শে মে) সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা পরবর্তী এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে উদ্ভোধনী অনুষ্ঠানে তিনব্যাপী (২৫-২৭মে) এ মেলার কার্যক্রম সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী।
এসময় উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকরাম আলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, ভূমি কর্মকর্তা আক্কাছ আলী, কামাল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু সঈদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রেদুয়ান, সাংবাদিক মামুন আহমেদ, ইউপি সদস্য সাইদুল ইসলাম,সায়েম আহমদ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত উপকারভোগীবৃন্দ ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০