জাহেদুর রহমান সোহাগ,স্টাফ রিপোর্টার,চট্টগ্রাম :
চট্টগ্রামের রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-১৯ (বালক অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় চন্দ্রঘোনা ইউনিয়ন ট্রাইবেকারে ৩-২ গোলে পারুয়া ইউনিয়ন পরিষদকে পরাজিত করে শিরোপা অর্জন করে। জুমাবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা ও উপজেলা প্রশাসনের আয়োজনে হাজারো দর্শকের সমাগমে উৎসব ও উত্তেজনায় টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। নিধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার খেলাটি ট্রাইবেকারে গড়ায়, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ ট্রাইবেকারে পারুয়া ইউনিয়ন পরিষদকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মিজানুর রহমান। ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, উপজেলা প্রকৌশলী দিদারুল ইসলাম, মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল সহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০