ইলিয়াস মাহমুদ :
গত ৮ই অক্টোবর ২০২৩ ইং ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টির আক্সব্রীজ ক্রিকেট ক্লাবে এক বর্নাঢ্য পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।
বাংলাদেশী বংশোদ্ভূত ‘কাজী আদিব’ ক্রিকেট ক্লাবের অনূর্ধ্ব -১১ দলের বর্ষ সেরা ব্যাটসম্যান এবং বর্ষ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে।
আদিব অনূর্ধ্ব -১১ ক্রিকেট দলের অধিনায়ক। ইংল্যান্ডে জন্ম নেয়া এই ক্ষুদে ক্রিকেটার বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট কে অনেক পছন্দ ও ভালবাসে। সে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন দিতে ইংল্যান্ড ও বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেট খেলা স্টেডিয়ামে যেয়ে পরিবারের সাথে নিয়মিত উপভোগ করে থাকে।
আদিবের বাবা কাজী আরিফ রানা একজন ব্রিটিশ – বাংলাদেশী আইনজীবী। বাংলাদেশের বিক্রমপুরে (মুন্সিগন্জ জেলা) জন্ম। তিনি নিজেও একজন ক্রিকেটার, ক্রিকেট দলের ম্যানেজার এবং কোচ। তিনি ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টির আক্সব্রীজ ক্রিকেট ক্লাবের একটি দলের অধিনায়ক এবং নিয়মিত ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট। তিনি এই ক্ল্যাবের আইন উপদেষ্টা হিসেবে নিয়োজিত আছেন। তিনি একই ক্ল্যাবের অনূর্ধ্ব -১১,১২ এবং ১৩ ক্রিকেট দলের ম্যানেজার।
আদিবের মা ডক্টর সুলতানা ইয়াসমিন শিখা, একজন পদার্থবিদ। ইংল্যান্ডের ব্রুনেল ইউনিভার্সিটি লন্ডন এর পদার্থবিজ্ঞানের প্রভাষক। বাংলাদেশে জন্ম নেয়া এই চট্টগ্রামের সন্দ্বীপ কন্যা ক্রিকেট অনেক পছন্দ করেন। ছেলে এবং স্বামীর ক্রিকেট খেলা মাঠে যেয়ে নিয়মিত সমর্থন যোগান।
ক্রিকেটের জন্য এই নিবেদিত প্রাণ পরিবারটির জন্য সকল বাংলাদেশীদের পক্ষ থেকে শুভ কামনা রইল।