গতকাল থেকেই মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। হার্ট অ্যাটাকের পর গতকালই তাকে ঢাকায় আনার পরিকল্পনা ছিল। প্রস্তুত ছিল হেলিকপ্টারও। তবে তেমন পরিস্থিতি না থাকায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালেই ভর্তি করা হয় তাকে। সেখানে হার্টে ব্লক ধরা পরায় বসানো হয় রিং।
কেপিজি হাসপাতাল থেকে তামিমকে কখন ঢাকা আনা হবে তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। চিকিৎসকদের পরামর্শ দিয়েছিলেন তামিমকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে, এর মধ্যে প্রথম ২৪ ঘণ্টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণের ৪৮ ঘণ্টা শেষ হওয়ার আগেই হাসপাতাল বদলানো হয়েছে তামিমের। কেপিজে বিশেষায়িত হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাকে।
আজ ইফতারের পরই অ্যাম্বুলেন্সে করে কেপিজে হাসপাতাল ছাড়েন তিনি। তামিমের হাসপাতাল বদলের খবরটি নিশ্চিত করেছেন কেপিজে হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটের ইনচার্জ রাসেল হোসেন। পারিবারিক সিদ্ধান্তের কারণে তাকে ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
কাল বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের ম্যাচের আগে অসুস্থ হয়ে পড়েন তামিম। অধিনায়ক হিসেবে টসেও অংশগ্রহন করেছিলেন। তবে তার পরেই অসুস্থ হয়ে পরেন। তারপর সেখান থেকে তাকে বিকেএসপির অদূরের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসা প্রক্রিয়া নির্ধারণ করা হবে।