নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও কবি জসীম উদদীন হল ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সলিম উল্লাহ সুজনের সেবায় করোনা মুক্ত হলেন ১১৫ বছর বয়সী বৃদ্ধা ছফুরা খাতুন।
পোকখালী মাদ্রাসার মহতামীম মাওলানা মোখতার আহমেদের বড় বোন ছফুরা খাতুন ১১৫ বছর বয়সে গত ১২ জুলাই ২০২১ তারিখে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন কিন্তু ১৫ জুলাই ২০২১ তারিখে করোনা পজিটিভ হলে সব আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যায়। এসময় পাশে দাড়ান সলিম উল্লাহ সুজন, তার একান্ত সেবায় ১১৫ বছর বয়সী বৃদ্ধা বিশ্ব মহামারী করোনাকে পরাজিত করেছে।
রোগীর পাশে থাকা সলিম উল্লাহ সুজন বলেন, “আমি একটি নিষ্ঠুর পৃথিবীর সম্মুখীন হয়েছিলাম, দাদির করোনা পজিটিভ শোনার পর দাদির ৯ জন ছেলে-মেয়ে, ৫২ জন নাতি- নাতনি ও ২০ জন পুতির মধ্যে শুধুমাত্র আজিজকে ছাড়া তেমন কাউকে পাশে পাইনি এমনকি একজন মহিলার কাজও আমাকে করতে হয়েছে। যাইহোক আমার একটা চ্যালেঞ্জ ছিল, করোনাকে পরাজিত করে দাদিকে যেকোনভাবে সুস্থ করে তোলা; আল্লাহ পাক আমার ইচ্ছাটি পূরণ করছেন এতে আমি অনেক খুশি। সবাইকে দাদির জন্য দোয়ার অনুরোধ রইলো এবং জনসাধারণের নিকট একটি অনুরোধ হলো করোনার এ মহা বিস্তারের সময় অনেকে করোনায় আক্রান্ত হবেন তাই রোগীকে ঘৃণা না করে সঠিক সেবার মাধ্যমে করোনামুক্ত করার চেষ্টা করতে হবে।
এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জনাব হেলালুদ্দীন আহমেদ বলেন,” সেলিম দাদির জন্য যে পরিশ্রম ও চেষ্টা করছে কোন ছেলে তার মায়ের জন্যও এরকম করবেনা”