ঢাকারবিবার , ২০ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সুনামগঞ্জে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে সংলাপ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, ১১:৫৫ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ষোলঘর রামকৃষ্ণ মিশন এর স্বামী হৃদয়ানন্দজী মহারাজ লালন এর সভাপতিত্বে ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার সুনামগঞ্জ জেলা ইউনিট এর সাবেক কো-অর্ডিনেটর তাজকিরা হক তাজিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কুদরত পাশা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, ইমাম-মোয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবু সাঈদ, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় সহ সভাপতি সুখেন্দু সেন হারু, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, হাফেজ মাওলানা নূর হোসেন, শাহীনা চৌধুরী রুবি।
ধর্ম অথবা বিশ্বাসের স্বাধীনতা এবং সম্প্রীতি বিষয়ক কর্মসূচি প্রসঙ্গে বক্তব্য রাখেন, এজেন্টস অফ চেঞ্জ: এ বাংলাদেশ ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশিপ ইনিশিয়েটিভ প্রজেক্ট এর প্রেগ্রাম অ্যাডভাইজার ড, শাহনাজ করিম।
সামাজিক সম্প্রীতি সুরক্ষায় ধর্মীয়নেতৃবৃন্দের ভূমিকা প্রসঙ্গে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াপদা সমজিদের ইমাম মাওলানা ফয়জুন নূর, মডেল মসজিদের মাওলানা শহীদুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের মাওলানা হারিছ উদ্দিন, পুলিশ ফাঁড়ি মসজিদের মুফতি মুবাশ্বির,বিলপাড় মসজিদের মাওলানা আরিফুল ইসলাম, পল্লব ভট্টাচার্যি্য, কর্ণ বাবু দাস, সুনামগঞ্জ জেলা সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সিনিয়র সাংবাদিক আল-হেলাল, কবি আমিনুল, ইয়ুথ এন্ডিং হাঙ্গার সিলেট এর আঞ্চলিক সমন্বয়কারী বর্ণা দাস, সুনামগঞ্জ ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর সালেমা বেগম, আলী ইমরান, অনন্যা তালুকদার।

বক্তারা বলেন “সমাজের বিকাশমান ধারাকে অব্যাহত রাখতে সম্প্রীতির কোন বিকল্প নেই। মানুষের দলবদ্ধতার মধ্যে দিয়ে সমাজের সৃষ্টি। এরই ধারাবাহিকতায় মানবসমাজের সৃষ্টি। মানুষ মূলত দলবদ্ধ হয় সম্প্রীতির মাধ্যমে। মানুষ যখন দলবদ্ধ হয়েছে তখন তারা সৃষ্টি করেছে নতুন দিগন্ত। একটি জাতির সামগ্রিক মঙ্গল এবং অগ্রগতির জন্য সম্প্রীতি অপরিহার্য।
সম্প্রীতি বিভিন্ন পরিচয়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোঝাপড়া এবং সহানুভূতির সম্পর্ক সৃষ্টি করে। সমাজে প্রতিটি মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে। মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত হয়। সমাজের শান্তি শৃঙ্খলা এবং কল্যাণ সুনিশ্চিত হয়। ইয়ুথ এন্ডিং হাঙ্গার এবং দি হাঙ্গার প্রজেক্ট যৌথভাবে পত্নীতলা উপজেলা তথা নওগাঁয় কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রীতি সংলাপ পত্নীতলা সহ অত্র অঞ্চলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।”

মাওলানা আবু সাঈদ বলেন, ইসলাম ধর্ম সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের নবী করিম হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী পরলেই বুঝতে পারবেন তিনি কতটুকু সহনশীল মানুষ ছিলেন। সমাজে শান্তি সম্প্রীতি বজায় রাখতে তিনি পৃথিবীর একজন মডেল। আমরা সুনামগঞ্জের মানুষ তারই ধারাবাহিকতায় সমাজে সম্প্রীতি বজায় রেখে চলছি। পুঁজার সময় হিন্দু ধর্মের নেতারা আমার কাছে আসেন আযান েএবং নামাজের জন্য কোন সময় মাইক ও বাধ্য যন্ত্র বন্ধ রাখতে হবে। আমার দেওয়া সময় মতো তারা পূজার সময় বিরতি দেন এটাই সম্প্রীতির উদাহরণ।

সভাপতির বক্তব্যে ষোলঘর রামকৃষ্ণ মিশন এর স্বামী হৃদয়ানন্দজী মহারাজ লালন বলেন, সুনামগঞ্জ সম্প্রীতির শহর। আমরা একে অন্যের ভাই। তিনি বলেন আল্লাহ যদি হযরত আদম ও হাওয়া্ থেকে মানুষ সৃষ্টি করে থাকেন তাহলে আমরা সবাই ভাই ভাই। আমাদের মাঝে কোন বিভেদ নাই। আমরা যে যে, ধর্ম বিশ্বাস করি না কে সব ধর্মই সম্প্রীতির কথা বলেছে। আমরা সবাই মিলে সুনামগঞ্জকে দেশের একটি অসাম্প্রদায়িক এলাকা হিসেবে চিহ্নি করতে পারছি আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

126 Views

আরও পড়ুন

নালিতাবাড়ীতে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

কাপাসিয়ায় বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসায় সহায়তা করলেন জামায়াত নেতা আইউবী

মহেশখালী নৌঘাটে সী ট্রাক চালু ও পল্টুন স্হাপনকে স্বাগতম- ড. হামিদুর রহমান আযাদ

গরমে যেসব অসুখ বেশি হতে পারে

জামালপুরে তিন হাজার পাঁচশত পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার নির্বাহী কমিটির সভা

রংপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

দুর্গাপুরে আ.লীগ নেতা ফারুকসহ তিন কলেজ অধ্যক্ষের দুর্নীতি প্রমাণিত, দ্রুত বিচার দাবি

চট্টগ্রামে চলন্ত বাসে কিশোরীকে গনধর্ষণ : আটক ২ যুবক

সিডিএ’র আইন উপদেষ্টা হলেন মানবাধিকার আইনবিদ জিয়া হাবীব আহসান

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার,কর্মসূচী স্থগিত

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র আরএমটিপি এবং গ্রীন ডেল্টা ইন্সুরেন্স লিমিটেডের সেবা বিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষর কর্মশালা