ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

টেকনাফে পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতারণা ও চাঁদাবাজি মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ভিশন
৯ অক্টোবর ২০১৯, ১২:০৮ পূর্বাহ্ণ

Link Copied!

ফরহাদ আমিন:
কক্সবাজারের টেকনাফে পুলিশের নাম ভাঙ্গিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মামলার এক পলাতক আসামি মোহাম্মদ ফরিদ (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।সে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার আবু শামার ছেলে।
গতকাল সোমবার সকালে হ্নীলার দরগার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ সাড়ে ১০হাজার টাকা জব্দ করা হয়েছে।
মামলার বাদী আনোয়ার হোসেন বলেন,রিদুয়ানের নামে আমার ভাইয়ের বিরুদ্ধে গত সেপ্টেম্বর মাসে একটি হত্যা মামলায় পলাতক আসামি করা হয়। সেই সূত্র ধরে, ফরিদ জানায় তার সঙ্গে পুলিশের ভালো সম্পর্ক রয়েছে। আড়াই লাখ টাকা দিলে উক্ত মামলার তদন্তকারী কমকতাকে দিয়ে রিদুয়ানকে ওই মামলা থেকে বাদ দিতে পারবেন। তার দাবী করা টাকা দিতে অনিহা প্রকাশ করলে পুলিশের মাধ্যমে আটক করে ক্রসফায়ারের হুমকি দেওয়া হয়। পরে তাকে ১১সেপ্টেম্বর তারিখে ১লাখ ৭০হাজার টাকা বুঝিয়ে দিলেও৩০সেপ্টেম্বর পুলিশ আমার ভাইকে আটক করে আদালতে সোপর্দ করেন।এরপর ফরিদকে টাকা দেওয়ার পর কেন পুলিশ তার ভাইকে চালান দিয়েছে জানতে চাইলে সে বিভিন্ন ধরনের তালবাহানা শুরু করেন।এ বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করতে যাওয়ার সময় নাফ ফিলিং স্টেশনের সামনে ফরিদ আমাকে একা পেয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন।প্রাণরক্ষাতে পালানোর চেষ্টা করলে সেই পিছু ধাওয়া করে মারধর করে আহত করেন এবং পকেট থাকা নগদ সাড়ে১০হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। ওই থানায় উপস্তিত হয়ে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ে করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (অপারেশন)রাকিবুল ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল তাকে আটক করে। তার বিরুদ্ধে পুলিশের নাম ভাঙ্গিয়ে টাকা আদায় ও চাঁদাবাজি অভিযোগ রয়েছে। তাকে বিকেলে কক্সবাজার আদালতে পাঠানো হলে বিঞ্জ বিচারক তাকে জেল হাজতে পাঠান।

132 Views

আরও পড়ুন

নাটোরে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাবিতে পার্বতীপুর উপজেলা সমিতির নেতৃত্বে আব্দুর রহমান-মুশফিকুর

নির্বাচন শেষে নিয়মিত কাজে ফিরে যাব–ড. ইউনুস

ক্ষমতায় গেলে নারীদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রাখার সুযোগ করে দেব- আমীরে জামায়াত

সিলেট-তামাবিল মহাসড়কে দূর্ঘটনায় নিহত তিন,আহত দুই

দোয়ারাবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন: সভাপতি আব্দুল হান্নান , সম্পাদক মাও: সাইফুল 

রাজশাহীতে ফ্রি ছানি অপারেশন হচ্ছে ৫০০ রোগীর।

টঙ্গী’তে বাতিঘর ফাউন্ডেশন এর আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

উপদেষ্টা হাসান আরিফ না ফেরার দেশে

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন।

সাংবাদিক সম্মেলনে মুহম্মদ নুরুল ইসলাম
নব্য দোসরদের কারণে কক্সবাজারে সাংবাদিকরা প্রেসক্লাবের সদস্য পদ পাচ্ছে না

টেকনাফে পুলিশে’র অভিযানে একটি অস্ত্র-১০রাউন্ড গুলিসহ আটক-১