কাপাসিয়া (গাজীপুর) থেকে সংবাদদাতা:
কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের চরদুর্লভ খা গ্রামের সাহসী যুবক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত শহীদ জাকির হোসেনের পরিবারের কাছে ২ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী
কাপাসিয়া উপজেলা শাখা।
২৬ আগস্ট, সোমবার সকাল ১০ টায় বারিষাব ইউনিয়নের গিয়াসপুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংগঠনের এক কর্মী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে নগদ ২ লাখ টাকা গ্রহণ করেন শহীদ জাকির হোসেনের বিধবা স্ত্রী ও তার বাবা।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার আমীর ডক্টর মো: জাহাঙ্গির হোসেন, নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী, জেলা ওলামা বিভাগের সেক্রেটারি শামসুল আলম, কাপাসিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফরহাদ মোল্লা, বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটন, জামায়াত নেতা আবুল ফাত্তাহ,আবু নাঈম,ইমরান হোসাইন, ইমতিয়াজ বকুল,মাওলানা আলাউদ্দিন, মাওলানা জিয়াউর রহমান প্রমূখ।